স্বর্ণ জিততে বাংলাদেশকে করতে হবে ১২৩ রান

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০১৯ ০৩:৩৪:২৩

স্বর্ণ জিততে বাংলাদেশকে করতে হবে ১২৩ রান

সাউথ এশিয়ান গেমসের ক্রিকেটে নারীদের পর পুরুষদের স্বর্ণ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২৩ রান। নেপালের কির্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। nআগেরদিন গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের কারণে ফাইনাল নিয়ে অনেকেই শঙ্কায় পড়ে গিয়েছিলেন।

কিন্তু আজ এসএ গেমস ক্রিকেটের ফাইনালে সেই শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে করতে পেরেছে কেবল ১২২ রান। টস জিতে শ্রীলঙ্কাকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার কিন্তু কিছুটা ভয়ই ধরিয়ে দিয়েছিল। ২৮ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেলেছিল তারা।

পঞ্চম ওভারে সুমন খানের বলে ওপেনার নিশান মধুশাঙ্কা ফার্নান্দো ১৬ রানে আউট হয়ে যান আফিফ হোসেন ধ্রুবর হাতে ক্যাচ দিয়ে। পাথুম নিসাঙ্কা আউট হন ২৪ বলে ২২ রান করে। সর্বোচ্চ ২৫ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান শাম্মু আসান। ১২ রান করে অধিনায়ক চারিথ আসালঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন হাসান মাহমুদ। তানভির ইসলাম নেন ২ উইকেট।

৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন পেসার সুমন খান। এ রিপোর্ট লেখার সময় ১ ওভারে বাংলাদেশের রান ৯। ৮ রানে ব্যাট করছেন সাইফ হাসান। অপর ওপেনার সৌম্য সরকার এখনও রানের খাতা খোলেননি।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

অনুশীলনে চোট পেয়েছেন লিটন

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্তসহ ৬ আসামি গ্রেপ্তার

লাশের সুরক্ষা আইন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ