মাগুরায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ-আহত ১৪

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:০৯:৩০

মাগুরায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ-আহত ১৪

মাগুরায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪জন আহত হয়েছেন। আহতরা পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। রবিবার ভোরে সদর উপজেলার সাইত্রিশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নির্মল কুমার , সরজিৎ , কান্তি ভূষণ , অরুণ কুমার বিশ্বাস , পংকজ কুমার , নিশিকান্ত ,শিউলী রানী , সুকান্ত , অপূর্ব কুমার, বিনয় , শ্যামল , সুমন এবং অজ্ঞাত দুইজন। তাদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতরা জানায়, মাগুরা সদর উপজেলার অক্কুরপাড়া গ্রাম থেকে ১৪জন ভক্ত পাবনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে যোগাদান শেষে মাইক্রোবাসে করে ফিরছিলেন্ ।

ভোর ৪টার দিকে মাগুরা -ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার সাইত্রিশ নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪জন মাইক্রোবাসের যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। মাগুরা সদর থানার পুলিশ ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজন্মনিউজ২৪/মামুন

                                              

                                              

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ