৭৫ শতাংশ লিভার অকার্যকর! অমিতাভ বচ্চন

প্রকাশিত: ২০ অগাস্ট, ২০১৯ ০৪:১৪:৫৩

৭৫ শতাংশ লিভার অকার্যকর! অমিতাভ বচ্চন

টিভি রোগে ভুগেছেন বলিউডের শাহেনশাহখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। কিন্তু সে বিষয় তিনি নিজেও জানতেন না৷ দীর্ঘ আট বছর না জেনেই শরীরে পুষেছেন এই রোগ৷ তারপর শরীর অনেকটাই ভুগিয়েছিল৷ সঠিক চিকিৎসার মাধ্যমে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন৷ তবে....

এ শুধু এই রোগ নয়, হেপাটাইটিস বি’তেও ভুগেছেন তিনি৷ চিকিৎসা পদ্ধতিতে তার শরীরে রক্ত ইনফিশান করতে হয়েছিল৷ এতে ৭৫ শতাংশ তার লিভার সঠিকভাবে কাজ করে না৷ শুধু ২৫ শতাংশ লিভার কাজ করে৷ তবে এই নিয়েই তিনি পুরোদমে কাজ করে চলেছেন৷

টিবি বা টিউবারকিউলোসিস রোগ নিয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করেন৷ এটা নিয়ে খোলাখুলি কথাও বলতে চান না৷ কিন্তু রোগ লুকনোর মধ্যে কোনো কৃতিত্ব নেই৷ বলেছেন, অমিতাভ নিজেই৷

 তার মতে, অন্য পাঁচটি রোগের মতোই টিবিও রোগমাত্র৷ চিকিৎসা করালেই সেরে যায়৷ তাই তো নিজের এই রোগ নিয়ে জনসমক্ষে কথা বলেন তিনি৷ সকলকে সচেতন করার জন্য৷ নিয়মিত এই মরণ রোগ নিয়ে প্রচারও চালান৷ অমিতাভ চান, তার মতো জনপ্রিয় অভিনেতার মুখে এই রোগ নির্মূলের কথা শুনে অনেকের মনের ভয় কাটবে৷

অমিতাভ বচ্চন বলেন, যে কোনো মানুষেরই এই রোগ হতে পারে৷ তিনি যেহেতু অভিনেতা, তাই নিজের শরীরের নিয়মিত পরিচর্যা করতে হয়৷ তাতেও তিনি বুঝতে পারেননি যে তিনি টিবিতে আক্রান্ত৷

তাই যে কোনো মানুষের এই রোগ হতে পারে৷ কিন্তু প্রতিনিয়ত সচেতন থাকতে হবে এবং রোগ লুকনোর কোনো চেষ্টা করবেন না৷ নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে জানিয়েছেন বলিউডের সুপারস্টার৷

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ