ঝিনাইদহে ব্রীজ ডেবে গিয়ে যান বাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি

প্রকাশিত: ০৭ অগাস্ট, ২০১৯ ০৪:৩৬:৩৩

ঝিনাইদহে ব্রীজ ডেবে গিয়ে যান বাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি

আজিম আলী, ঝিনাইদহ প্রতিনিধি: এক সপ্তাহ হলো ঝিনাইদহে হামদাহে প্রিন্স হাস্পাতালের সামনে ব্রিজ দেবে গেছে ।জেলার শহরের সদর হাস্পাতালের সামনে এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা তাই যানবাহন গুলো অত্যন্ত ঝুকিপূর্ণ ভাবে চলাচল করছে।

স্থানীরা জানায় দিনে প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় প্রায় তিন হাজার যানবাহন চলাচল  করে। স্থানীয় সীমান্ত হোমিও সেন্টারের দোকানী  বলেন-'অনেক ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে'।

তিনি আরো বলেন-"অনেক রোডপার্মিট না থাকা যানবাহন গুলাও এই রাস্তা দিয়ে চলাচল করে। যার ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশ জানান-"ব্রিজটি দেবে যাওয়ায় জন সাধারণের  অনেক দূর্ভোগে পোহাতে হচ্ছে।

তিনি আশা করেন অতি দ্রুতই এই ব্রীজটা সংস্কার করা হবে । ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, পুরাতন ব্রিজটি ফেটে দেবে গেছে।

এ কারণে ব্যারিকেড দিয়ে ব্রিজ বন্ধ করে দিয়েছি। ব্রিজটি নতুন করে তৈরি করতে হবে। এজন্য একটু সময় লাগবে। তবে এ বছরের মধ্যেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ