দীর্ঘ ৮ বছর পর নাটকের ‘বিহাইন্ড দ্য সিন’সিক্যুয়েল

প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০১৯ ০১:০১:৩৯

দীর্ঘ ৮ বছর পর নাটকের ‘বিহাইন্ড দ্য সিন’সিক্যুয়েল

রেদওয়ান রনি, ছোট পর্দার জনপ্রিয় পরিচালক। ২০১১ সালে তিনি নির্মাণ করেছিলেন ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বিহাইন্ড দ্য সিন’।

নাটকটি টেলিভিশনে প্রচারের পর বেশ প্রশংসা কুড়িয়েছিল। দীর্ঘ ৮ বছর পর নির্মিত হচ্ছে নাটকটির সিক্যুয়েল। ‘বিহাইন্ড দ্য পাপ্পি’ নামে নাটকটির চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন তাসনীমুল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি।

শুক্রবার থেকে সাত পর্বের এই নাটকের শুটিং শুরু হয়েছে। ঢাকা ও কুমিল্লার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ হবে বলে জানিয়েছেন এর পরিচালক রেদওয়ান রনি।

এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘নাটকটির প্রধান অভিনেতা-অভিনেত্রী ও চরিত্র ঠিক রেখে গল্পে পরিবর্তন আনা হয়েছে। নাটকটির আগের গল্পে মোশাররফ করিম ও ফারুক আহমেদ চোর চরিত্রে অভিনয় করেছিলেন। এবারও তারা দুজনই চোর চরিত্রে থাকছেন।’

এছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, জুঁই করিম প্রমুখ। ঈদুল আজহার সাতদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচার হবে।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ