ঈদের পর মুক্তি পাবে সুজন বড়ুয়ার ‘বান্ধব’

প্রকাশিত: ১৫ মে, ২০১৯ ১১:৫৭:৩৬

ঈদের পর মুক্তি পাবে সুজন বড়ুয়ার ‘বান্ধব’

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলো সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। আর ছবিটি প্রযোজনা করেছে অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ কুমার বড়ুয়া ও আবুল বাশার।

ছবিটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মৌ রেবেকা রৌফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, সুমিত, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।

সুজন বড়ুয়া বলেন, ‘সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ‘বান্ধব’ ছবিটি ছাড়পত্র পেয়েছে। এছাড়াও সেন্সর বোর্ডের সদস্যরা ছবির গল্পের প্রশংসা করেছেন। আমার বিশ্বাস এই ছবিটি দর্শকদেরও ভালো লাগবে। একটি সুন্দর চলচ্চিত্রের জন্য একটি মৌলিক এবং বাস্তব গল্প প্রয়োজন। এটাই সুন্দর করে ক্যামেরা বন্দি করে দর্শকদের দেখানোর চেষ্টা করেছি।’

‘বান্ধব’ ছবির মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা জানান, ‘ঈদের পর দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে চলচ্চিত্রটির মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আশা করি, সুন্দর চলচ্চিত্রটি সুন্দর ভাবে মুক্তি দিতে পারব। এজন্য আমরা খুব শিগগিরই প্রচারণাও শুরু করব।’

এ প্রসঙ্গে নায়িকা মৌ খান বলেন, ‘চলচ্চিত্রটিতে কাজ করতে গিয়ে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এই প্রথম নিজেকে নায়িকা হিসাবে না ভেবে, একজন অভিনেত্রী হিসাবে ভাবতে শুরু করি এই ছবির মাধ্যমে। এমন গল্প নির্ভর আরও ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। আশা করি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবেন।’

চলচ্চিত্রটিতে মোট গান রয়েছে ৫টি। যার মধ্যে চারটি গান লিখেছেন সুদিপ কুমার দীপ আর একটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদি খান ও এম এ রহমান। গানগুলো গেয়েছেন কোনাল, আশিকুর রহমান, চৈতী মুৎসদ্দি ও বেলী আফরোজ।

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ