ঘূর্ণিঝড় ফণী’র আঘাত: সারাদেশে নিহত ১৪

প্রকাশিত: ০৪ মে, ২০১৯ ০২:৫১:১৯

ভোলায় ফণীর আঘাতে বিধ্বস্ত ঘর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার (৩ মে) সকালে ভারতের ওড়িশায় আঘাত হানার পর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শনিবার (৪ মে) সকালে ঝড়টি বাংলাদেশে আঘাত হেনেছে। ‘ফণী’র প্রভাবে গতকাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় বজ্রাঘাত এবং আজ শনিবার এর আঘাতে ঝড়ো হাওয়ায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত তুলে ধরা হলো:

ভোলায় নিহত ১: ভোলা সদরে শনিবার (৪ মে) সকালে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ঘর ভেঙে চাপা পড়ে রানী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুরে নিহত ১: ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী গ্রামে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৪ মে) সকালে ঝড়ে নিজ ঘরের কাঠ গায়ের ওপর পড়লে তিনি মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে নিহত ২: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে আম কুড়াতে গিয়ে ঝুমুর (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিশু মারা গেছে। শনিবার (৪ মে) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ঝুমুর ওই এলাকার আবদুল হামিদের মেয়ে। জেলা প্রশাসক তন্ময় দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট নিহত ১: বা‌গেরহা‌টের রণ‌জিৎপু‌রে দমকা হাওয়ায় গা‌ছের ডাল ভে‌ঙে প‌ড়ে এক গৃহবধূ মারা গেছেন। তার নাম শাহারুন বেগন (৫০)। শুক্রবার (৩ মে) দুপুরে    বা‌ড়ি‌তে ধা‌নের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে নিহত ৬: কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও পাকুন্দিয়ায় বজ্রাঘাতে শিশুসহ ছয়জন মারা গেছেন। শুক্রবার (৩ মে) দুপুর ১২ থেকে সাড়ে ১২টার দিকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। এতে ওই চারজন মারা যান। মিঠামইনে ঝড়-বৃষ্টির সময় বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন মিয়া নামে সাত বছরের শিশু নিহত হয়। এ সময় গরুটি মারা যায়।

উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের সামনের হাওরে বোরো ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মারা যায় মো. মহিউদ্দিন (২২)। ইটনায় ধান কাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে রুবেল দাস (২৬) নামে এক যুবক মারা যায়। জেলার পাকুন্দিয়া উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে আসাদ মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামে বজ্রাঘাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। চর ফরহাদি ইউনিয়নের চর আলগীর মৃত হালিম উদ্দিনের মেয়ে নুরুন নাহার ও ইন্নস আলীর ছেলে মজিবুর রহমান (১৭) মারা যান। তারা পথচারী ছিলেন। গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস এ তথ্য জানিয়েছেন।

নেত্রকোনায় নিহত ১: নেত্রকোনার মদন উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে আবদুল বারেক (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রাঘাতে আপেল মিয়া (২০) নামে এক কৃষক নিহত হন। শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বগডহর গ্রামে এ ঘটনা ঘটে। আপেল মিয়া বগডহর গ্রামের উরমুজ আলী মিয়ার ছেলে।

পটুয়াখালীতে নিহত ১: পটুয়াখালীর কুয়াকাটার তীব্র বাতাসে গাছের ডাল ভেঙে শুক্রবার আহত মোটরসাইকেল চালক হাবিবুর রহমান মুসুল্লি (২৫) শনিবার (৪ মে) বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের ওরকা পল্লি এলাকার

প্রজন্মনিউজ২৪/মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ