মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র অপহরণ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুইজন গ্রেপ্তার

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০১৯ ১২:০৩:০৫

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুইজন গ্রেপ্তার

বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির এক ছাত্রকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুইজন হলেন- রায়হান শেখ ও নাসিউল করিম নীরব। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, শহরের জলেশ্বরীতলার বাসিন্দা এক ব্যবসায়ীর ছেলে বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র।

 গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে স্কুল থেকে হেঁটে সে বাড়ি ফিরছিল। শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে একদল দুর্বৃত্ত তাকে কৌশলে আলতাফুন্নেছা খেলার মাঠে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ফোনে তার পরিবারের কাছে ১৫ হাজার টাকা দাবি করে। ওই ছাত্রের পরিবার বিষয়টি সদর থানায় জানায়। পরে পুলিশ বিকেল ৩টার দিকে তাকে শহরের সূত্রাপুর থেকে উদ্ধার করে।

 সন্ধ্যায় শহরের রহমাননগর এলাকায় শহীদ আবদুল জোব্বার ক্লাব থেকে পুলিশ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসিমুল বারী নাসিমসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাঁর মাধ্যমে অপহরণে জড়িত স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রায়হান ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী নীরবকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করে।

 পরে নাসিমদের ছেড়ে দেওয়া হয়। ওসি আরো জানান, এ ঘটনায় রাতে ওই স্কুলছাত্রের মা বাদী হয়ে সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো তিনজনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল বুধবার দুপুরে আসামিদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী জানান, তাঁর সংগঠনের ওই দুই নেতাকর্মী অপহরণে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন।

 তা ছাড়া অভিযোগ প্রমাণিত হলে সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হবে।

 

এ সম্পর্কিত খবর

অটোরিকশায় গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ, প্রেমিকসহ আটক ০২

সাংবাদিকের ওপর হামলায় কৃষকলীগ নেতা আরমানের বিরুদ্ধে মামলা

অগ্রগতি নেই মানবাধিকার পরিস্থিতিতে  বাংলাদেশের

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘মাদক বিক্রেতার’ বিরুদ্ধে মামলা

খুলনায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

টেকনাফ বাহারছড়ায় ছবিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্র খুন।

আটকের ১২ ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুক্ত

সিরাজগঞ্জে প্রিসাইডিং অফিসারদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৫

বিএনপির গণতন্ত্রে আগ্রহ নেই, ভুয়া ভোটার বিএনপির সৃষ্টি: ওবায়দুল কাদের

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ