জোটগতভাবে প্রার্থী দিলে ৩ দিনের মধ্যে জানাতে হবে-ইসি

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০১৮ ০৪:২০:৫৫

জোটগতভাবে প্রার্থী দিলে ৩ দিনের মধ্যে জানাতে হবে-ইসি

জোটগতভাবে কোনো রাজনৈতিক দল  প্রার্থী দিলে তা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে আমরা চিঠি দিচ্ছি আজ। যাঁরা জোটবদ্ধভাবে নির্বাচন করতে চান, তাঁরা আগামী তিন দিনের মধ্যে জানাবেন, তাঁরা কোন জোটে গিয়ে নির্বাচন করবেন।’

আজ ৯ নভেম্বর শুক্রবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা জানান। নিবন্ধিত নয় এমন কোনো রাজনৈতিক দল যদি নিবন্ধিত দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করতে চায়, সে ক্ষেত্রে কী হবে—জানতে চাইলে সচিব বলেন, ‘ইসির কিছু করার থাকবে না। এ বিষয়ে কোনো আইনও নেই।’

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই আগামী সাত দিনের মধ্যে জেলা, উপজেলা এবং সিটি করপোরেশন আওতাধীন এলাকায় যেখানে পোস্টার, ব্যানার, গেট, তোরণ ও আলোকসজ্জা আছে, সেগুলো অপসারণ করার জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পৌরসভার মেয়রদের আমরা অপসারণের জন্য নির্দেশ দিয়েছি।’

হেলালুদ্দীন বলেন, ‘আগামী সাত দিনের মধ্য যাঁরা এগুলো উত্তোলন করেছেন, তাঁরা স্বউদ্যেগে এগুলো নামিয়ে ফেলবেন। আর তা যদি নামিয়ে অথবা ভেঙে না ফেলেন, তবে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের দায়ের তাঁরা দণ্ডিত হবেন এবং আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইসি সচিব বলেন, ‘মোট ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছি আমরা। ৬৪টি জেলার জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রো এলাকায় স্থানীয় বিভাগীয় কমিশনারকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৮০ জনের মতো উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা অথবা উপজেলা নির্বাচন কর্মকর্তা আছে, তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।’

সচিব আরো বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণার সুযোগ থাকে; কিন্তু প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী বা রাজনৈতিক দল নির্বাচনের প্রচার করতে পারবেন না। যদি এটার ব্যত্যয় ঘটে, তবে তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রজন্মনিউজ২৪/মুহিব

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ