২৯ অক্টোবর: ইতিহাসের পাতায় ফিরে দেখা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৮ ০৩:২৪:১৪

২৯ অক্টোবর: ইতিহাসের পাতায় ফিরে দেখা

আজ ২৯ অক্টোবর ২০১৮, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৬২ - ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে।

১৮৫১ - ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮ - কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুযে়জ খাল অবরোধ মুক্ত হয়।

১৮৮৯ - ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।

১৯২৩ - মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্ক স্বাধীনতা লাভ করে।

১৯২৫ - সুইজারল্যছঅন্ডের লোকোর্নোয় ১২ দিন ব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৪ - টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।

১৯৭৪ - জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে বিশ্বর শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।

২০০৬ - তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

এইদিনে জন্ম যাদের:

১৮৭৭ - উইলফ্রেড রোডস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও কোচ।

১৮৭৯ - ফ্রাঞ্জ ভন পাপেন, তিনি ছিলেন জার্মান সৈনিক,রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৮২ - জাঁ গিরাউডউক্স, তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।

১৮৯৭ - হিটলারের সহযোগী ও প্রচারক গোয়েবলস জন্ম গ্রহণ করেন।

১৯০৫ - হেনরি গ্রীন, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৯১১ - অনাথবন্ধু পাঁজা, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ ।

১৯১৮ - কবি তালিম হোসেন জন্ম গ্রহণ করেন।

১৯২০ - বারুজ বেনাসেরাফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিস্কার।

১৯৩৫ - ইসাও টাকাহাটা, তিনি জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪১ - বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জন্ম জন্ম গ্রহণ করেন।

১৯৪৭ - রবার্ট সার্ভিস, তিনি ইংরেজ ঐতিহাসিক।

১৯৬৪ - ইয়াসমিন লে বন, তিনি ইংরেজ মডেল।

১৯৭১ - ম্যাথু হেডেন, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮১ - রীমা সেন, তিনি ভারতীয় অভিনেত্রী।

এইদিনে হারালাম যাদের:

১২৬৮ - কনরাডিন, তিনি ছিলেন ইতালিয়ান রাজা।

১৭৮৩ - জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।

১৯১১ - জোসেফ পুলিৎজার, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।

১৯১৭ - বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন মৃত্যুবরণ করেন।

১৯৩৩ - ফ্রান্সের পল পাইনলেভে, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও রাজনীতিবিদ, ৮৪ তম প্রধানমন্ত্রী।

১৯৪৯ - জর্জ গার্দিজিয়েফ, তিনি ছিলেন আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।

১৯৭১ - আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।

১৯৮৬ - মিমিস ফোটোপুলোস, তিনি ছিলেন গ্রিক অভিনেতা, গায়ক ও একাডেমিক।

১৯৯৮ - ব্রিটিশ কবি টেড হিউজ মৃত্যুবরণ করেন।

১৯৯৯ - গ্রেগ, তিনি ছিলেন বেলজিয়ান লেখক ও চিত্রকর।

২০১৩ - শেখ সালাহউদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশী ক্রিকেটার।

২০১৩ - গ্রাহাম স্টার্ক, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

প্রজন্মনিউজ২৪/এম বিল্লাহ

এ সম্পর্কিত খবর

২০২২-২৩ অর্থবছরে আমদানি কমেছে ১৫.৪৯ শতাংশ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

কাশ্মীর উপত্যকায় উত্তেজনা, সেনা অভিযানে একজন নিহত

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ