খালেদার উপর অমানবিক আচরণের নিন্দা অস্ট্রেলিয়া বিএনপির

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০১৮ ০৫:০৭:১৭

খালেদার উপর অমানবিক আচরণের নিন্দা অস্ট্রেলিয়া বিএনপির

নিজস্ব প্রতিনিধি, সিডনি, অস্ট্রেলিয়া: বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচারে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কারাগারে বিশেষ আদালত স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৭ সেপ্টেম্বর) সিডনি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।

তিনি বলেন, দেশমাতা বেগম খালদা জিয়ার উপর সকল অমানবিক আচরণের জবাব একদিন বাংলাদেশের মাটিতে দেওয়া হবে। যৌথ বিবৃতি প্রদানকারী আরো নেতৃবৃন্দের মধ্যে বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসিম উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি কুদরত উল্যাহ লিটন, মোবারক হোসেন, রুহুল আমীন, আবুল কালাম আজাদ, ডক্টর মোহাম্মদ আলী মনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিক উল ইসলাম।

এ ছাড়াও যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, আসাদ জামান, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, ইঞ্জিনিয়ার মোস্তাফিজ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল সভাপতি এএনএম মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শামাদ শিবলু, মোস্তাফা মোরশেদ নিথুন, যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মৌহাইমৈন খান মিশু।

প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, নিউসাউথ ওয়েলস বিএনপির সভাপতি অনুপ আন্তনী গোমেজ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জেবল হক জাবেদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুম্মন হোসেন, জাকির হোসেন রাজু, আব্দুল করিম, আরিফুল ইসলাম প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/আব্দুল হামিদ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ