ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্ব থেকেই এমন সিদ্ধান্ত : নাজাম শেঠী

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬ ০৫:৪৩:৪১

ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্ব থেকেই এমন সিদ্ধান্ত : নাজাম শেঠী

ভারতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি অনাস্থা দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আইসিসির পক্ষে থেকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সময় বেঁধে দেওয়া হলেও ভ্রুক্ষেপ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ভারতের প্রভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্থালাভিষিক্ত হয়েছে সহযোগী দেশ স্কটল্যান্ড। সিদ্ধান্তের আগেই অবশ্য আইসিসিতে ভারতের দাদাগিরি নিয়ে মন্তব্য করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। একই সঙ্গে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একেবারে সঠিক ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তাদের এই সিদ্ধান্তের পেছনে যথার্থ কারণ ছিল। কারণ সেখানে (ভারতে) উত্তেজনা ও হুমকির বিষয় জড়িত। কিন্তু আইসিসি বিষয়টাকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি তাদের পক্ষপাত ছিল এবং সিদ্ধান্তটাও এসেছে ভারতের পছন্দ অনুযায়ী।’

আইসিসির ভূমিকার কড়া সমালোচনা করে পিসিবির সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা উচিত আইসিসির। অন্য দেশগুলোকেও এখন রুখে দাঁড়াতে হবে। একবার সেটা হলে আইসিসি বুঝতে পারবে, এটা শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

এর আগে, গত বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে নাজাম শেঠি বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করা পিসিবির জন্য কঠিন সিদ্ধান্ত হবে। তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসীন নাকভি ক্রিকেটটা ভালো বোঝেন। তিনি যদি বাংলাদেশের দেখানো পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেন, তবে আমি তার পাশে থাকব। তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।’

এ সম্পর্কিত খবর

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা

এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী

ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের

ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ