প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১১:৩৯:১৬
দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ১৩ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি।
লেবানন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) আইন আল-হেলওয়ে শিবিরে চালানো ওই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো ‘সুনির্দিষ্ট হামলায়’ হামাসের ১৩ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন জাওয়াদ সিদাওয়ি, যিনি লেবানন থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন।
বাকি ১২ জনের পরিচয় জানার জন্য বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইসরাইলি সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, তারা লেবাননে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং ‘হামাস সন্ত্রাসীরা যেখানে থাকবে, সেখানেই অভিযান চলবে’।
অন্যদিকে, বৃহস্পতিবার হামাস এক বিবৃতিতে ১৩ জন যুবকের ছবি প্রকাশ করে এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে দাবি করেছে। সেইসঙ্গে জানিয়েছে, নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক ছিলেন।
মঙ্গলবার হামাস জানায়, লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে তাদের কোনো সামরিক ঘাঁটি নেই। ইসরাইলের এসব দাবি ‘মিথ্যা’।
দখলদার ইসরাইলি বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে। তবে হামাস বলছে, ‘লক্ষ্যবস্তু ছিল একটি খোলা মাঠ, যেখানে শিবিরের তরুণরা খেলাধুলা করত এবং হামলার সময় সেখানে কয়েকজন কিশোর খেলছিল।’
সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের
লেবাননে হামলায় ১৩ হামাস যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের
ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা
ড. ইউনূস সরকারের অধীনে এবারের নির্বাচন হবে
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ আজ
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার দায়িত্ব গ্রহণ