প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ০৫:১৮:৫১
প্রজন্ম ডেস্ক : ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা কলেজের ‘বিজয়-২৪’ নামে একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের ফুটওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এসময় বাস ভাঙচুরের অভিযোগে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুর ২টার কাছাকাছি সময়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী মিরপুর–নিউমার্কেট সড়কে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ঢাকা কলেজের ওই বাসে হামলা চালায়। তারা ইট ও লাঠি দিয়ে বাসের জানালার কাচ ভাঙচুর করে। এ সময় বাসের চালক ও হেলপারকেও হেনস্থা করা হয়।
বাসের হেলপার আতাউর হোসেন বলেন, মিরপুর থেকে ঢাকা কলেজের দিকে যাচ্ছিলাম। ল্যাবএইডের সামনে দেখি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গ্রিন রোডের দিক থেকে দৌড়ে আসছে। শুনলাম পুলিশ তাদের ধাওয়া দিয়েছে। পরে সিটি কলেজের বিপরীতে ট্রাফিক সিগন্যালে পড়ি। আমরা সার্জেন্টকে অনুরোধ করি সিগন্যালটা ছেড়ে দিতে, কিন্তু তিনি শোনেননি। তখন আইডিয়াল কলেজের ছেলেরা পেছন দিক থেকে এসে আমাদের বাসে হামলা করে।
তিনি বলেন, বাস ভাঙতে নিষেধ করলে ওরা বলে, ‘সরকারি গাড়ি ভাঙলে তোদের সমস্যা কী? তোরা গাড়িচালক, তোদের সমস্যা থাকার কথা না।’ এরপর তারা ইট ও লাঠি দিয়ে বাসের জানালার ভেঙে ফেলে।
বিষয়টি নিয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভিন সুলতানা হায়দার বলেন, আমাদের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফেরার পথে বিজয়–২৪ বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমাদের এক শিক্ষক বাসটি ক্যাম্পাসে নিয়ে আসেন। কী কারণে তারা বাস ভেঙেছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম মাহফুজুল হক বলেন, সকালে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি হয়। পরে দুপুরে আবারও পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। এসময় ঢাকা কলেজের একটি বাসের গ্লাস ভেঙেছে৷ পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এখন মামলার প্রক্রিয়া নিয়ে কথা চলছে- মামলা হবে কি না, সেটা দেখছি।
তবে ঘটনার পর থেকে সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি