প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ০৬:০০:৫১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, শাপলা প্রতীক আমরা প্রতীক হিসেবে চেয়েছি পার্টি হওয়ার পরই। এটা আমরা মেসেজ দিয়েছি এবং যখন বলেছি তখন কিন্তু এটার ব্যাপারে কোনো আপত্তি জানানো হয় নাই। যখনই আমরা পদযাত্রা থেকে আসলাম, তারপর থেকে এই বিষয়টা শুরু হয়েছে।
সামান্তা শারমিন বলেন, পদযাত্রা চলাকালে ১৫ দিন পরেই আমরা খবর পেলাম যে শাপলা প্রতীক না দেওয়া হতে পারে। এটার কারণ হলো—পুরো পদযাত্রায় প্রথম ১৫ দিন শাপলা প্রতীক নিয়ে যে পরিমাণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে। এটা নজিরবিহীন। ইভেন যেদিন আমরা প্রথম অফিশিয়ালি শাপলা প্রতীক চাইলাম এবং নিবন্ধন পত্রগুলো জমা দিলাম কাগজপত্র সেদিন পুরো সোশ্যাল মিডিয়া পুরোপুরি কাভারডআপ ছিল উইথ শাপলা। এটার একটা কারণ— এটা খুবই জনপ্রিয় ইটসেলফ একটা জনপ্রিয় সিম্বল।
তিনি বলেন, এটা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচনা করলে তো হবে না। শাপলা ফুলের যে নমনীয়তা, সহজলভ্যতা এবং যে যেকোনো জায়গায় বেঁচে থাকার অ্যাডাপ্টেবিলিটি, এটার কারণেই মানুষের মনে জায়গা করে নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা যখন এই প্রতীকটা চাচ্ছি এবং আমার পার্টির সঙ্গে এটা অনেক বেশি কনসেপচুয়ালি রিলেট করে। যখনই আমরা এটা চাইলাম এবং ইসি, সিইসি যতবারই যুক্তি দেখাচ্ছে আমরা ততবারই খণ্ডন করছি।
সামান্তা দাবি করেন, আমাদের পার্টিতে এই মুহূর্তে যত পরিমাণ তাত্ত্বিক নেতা আছেন এটা তো কোনো পলিটিক্যাল পার্টিতে নাই।
তিনি বলেন, আমাদের প্রত্যেকেই এখানে খুবই ক্যাপাবল এবং সবচেয়ে সাংগঠনিক লোকটাকেও দেখবেন যে তার আইনগত তত্ত্বীয় ভিত্তি অর্থাৎ তথ্যগত সমৃদ্ধি এটা অনেক ভালো।
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তাএনসিপির এই নেত্রী বলেন, এই মানুষগুলোকে খুব সহজে বোকা বানানো সম্ভব নয়। ইসি যেটা চেষ্টা করল, বিভিন্ন ধরনের তত্ত্ব যুক্তি এগুলো আনা শুরু করল। প্রত্যেকটা আমরা যখন খণ্ডন করলাম, একটা পর্যায়ে তিনি কিন্তু হাত তুলে দিয়ে সারেন্ডার করল।
সামান্তা শারমিন বলেন, শাপলা প্রতীকটা নিয়ে ইসি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, যে পর্যায়ে আসলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে এনসিপি নির্বাচনে যাবে না। যদি শাপলার উপরে হাত আসে তাহলে ধানের শীষ, তারকা, ঈগল এবং আরও যা যা আছে সবকিছুর উপরে হাত আসবে।
প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক
১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি