প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:০৪:০৭ || পরিবর্তিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:০৪:০৭
প্রজন্ম ডেস্ক: হরিপুরে যুবদল নেতা আশরাফুল ইয়াবাসহ আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবদল নেতা আশরাফুল ইসলাম ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার বনগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে হরিপুর থানা পুলিশ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা মোঃ আশরাফুল ইসলাম (৩৮) এবং তার সহযোগী মোঃ সাদ্দাম হোসেন (৩০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক আশরাফুল ইসলাম হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অপরদিকে সাদ্দাম হোসেন একই উপজেলার বনগাঁও (মজিরপাড়া) এলাকার মোঃ নাকির হোসেনের ছেলে।
হরিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ প্রথমে তাদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে তাদের থানায় নিয়ে আসা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় হরিপুর থানায় মামলা নং-১১/১৪৪, তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদক বিরোধী কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না। যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর।”
অভিযান শেষে আটককৃতদের যথাযথ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।
প্রজন্ম নিউজ ২৪/রাহাত বিল্লাহ
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন
ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান
ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা
বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।
জকসুতে শিবিরের প্যানেল ঘোষণা- ভিপি পদে রিয়াজুল, জিএস আরিফ
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে কিবরিয়াকে হত্যা : নয়ন