‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫১:২৯

‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’

ডাকসু নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৫ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন সংগঠনটির প্রার্থীরা। 


ফলাফল ঘোষণার পরই ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জাবি ক্যাম্পাস। সেইসঙ্গে রাতে জাবির কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজ আদায় করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

এ সময় তারা ডাকসু নির্বাচনে এক সাংবাদিকের মৃত্যু এবং জাকসুতে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিবির জানায়, যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া একসময় হত্যাযোগ্য ছিল, সেই ক্যাম্পাসেই আজকের এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল করবো না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। 

এদিকে জাবি ক্যাম্পাস ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও বর্তমান ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির।

এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবর ধ্বনি! আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। দু-চোখ বেয়ে অশ্রু, আল্লাহু আকবর। এই ক্যাম্পাসে কত ওয়াশরুমে দাঁড়িয়ে নামাজ পড়েছি। সেই ক্যাম্পাসে তোমরা আল্লাহু আকবর ধ্বনি দিতে পেরেছো। জাজাকাল্লাহ খইরান’।


প্রজন্মনিউজ/২৪জেএ

এ সম্পর্কিত খবর

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান

বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো পাকিস্তান

কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস

শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের

বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের: তারেক রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ