বাড়তি অর্থ ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা

প্রকাশিত: ০৯ অগাস্ট, ২০২৫ ১১:৩১:৫১ || পরিবর্তিত: ০৯ অগাস্ট, ২০২৫ ১১:৩১:৫১

বাড়তি অর্থ ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা

সৌদী আরবে পবিত্র হজ পালনের পর সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজযাত্রীরা। এ তথ্য জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের প্রতিটি নিয়ম-কানুন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে পালনে বিশেষ নির্দেশনা ছিল প্রধান উপদেষ্টার।

যে কারণে যথাসময়ে সৌদী আরবের নির্ধারিত হজ ফি পরিশোধ করা, মক্কা শরীফের কাছাকাছি বাড়ি ভাড়া করা, কম খরচে হজযাত্রা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সুচিকিৎসা প্রদানের কারণে এবার বাংলাদেশ হজ যাত্রায় রেকর্ড অর্জন করেছে।

 

এরে অংশীদার শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, ৮৭ হাজার ১০০ জন হাজীও উল্লেখ করে তিনি বলেন, তারাও সৌদি আরবে যথাযথ নিয়ম-কানুন মেনে পবিত্র হজ পালনে সচেষ্ট ছিলেন। রাজনৈতিক কোনও চাপ না থাকার কারণে সরকার যথাযথ নিয়ম পালন করে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচলিত সেবাসমুহ জনমানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে।

 

বাসসের খবরে বলা হয়েছে, চলতি ২০২৫ সালের হজ প্যাকেজের মূল্য ২০২৪ সালের চেয়ে ৭৩ হাজার টাকা কমিয়ে দেওয়া হয়। তিনটি নতুন সেবার উদ্ভাবন করা হয়েছে। তা হলো, আধুনিক প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ চালুকরণ, মোবাইল ফোনে রোমিং সুবিধা প্রদান ও হজ প্রি-পেইড কার্ড হজ যাত্রীদের হাতে হাতে পৌঁছে দেওয়া।

 

এ ছাড়া সরকারি অর্থ সাশ্রয়ের লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সীমিত জনবলের মাধ্যমে হজ কার্যক্রম সম্পাদন করে। রাজস্ব খাতে ৩য় ও ৪র্থ শ্রেণীর ২৯ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে ৩৬টি পদ সৃজনের কার্যক্রম গ্রহণ এখন অর্থ বিভাগের সম্মতির অপেক্ষায় রয়েছে।


প্রজন্মনিউজ/২৪

এ সম্পর্কিত খবর

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ

শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ

১৭ ই ফেব্রুয়ারি ২০২৬ শুরু হতে পারে মাহে রমজান

কর্মবিরতি স্থগিতের পর মধ্যরাতে সিদ্ধান্ত পরিবর্তন প্রাথমিক শিক্ষক নেতাদের

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি

সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

দগ্ধ শিক্ষার্থী নাভিদ ৯৯ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ