প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৫ ১১:২১:২৪
পবিত্র কাবা হাজরে আসওয়াদ পাথর ও হজসহ ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিথ্যাচার ও অবমাননাকর বক্তব্য প্রদানকারী মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরে এ দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি খুলনা মহানগরীর শিপইয়ার্ডস্থ লবণচরার (জিন্নাহপাড়া ৯ম গলি) আমজাদের পুত্র 'মুরাদ বিন আমজাদ" নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ নামাজ, পবিত্র হজ্জ, হাজরে আসওয়াদে চুম্বন, কাবা শরীফ তাওয়াফ ও ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ নানাবিধ বিধান নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করেছেন।
হাজরে আসওয়াদ পাথরকে নারীদের গোপনাঙ্গের সাথে তুলনা করা, নামাজ সংক্রান্ত বিষয় বিভ্রান্তকর বক্তব্য দেওয়া, হাজরে আসওয়াদ চুম্বন করাকে মূর্তিপূজার শামিল বলা, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা পূজার সমানসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করেছেন।
আরও উল্লেখ করা হয়, এই ধরণের বক্তব্য শুধু ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং ধর্মীয় সহিংসতা উসকে দেওয়ার মতো মারাত্মক অপরাধ। তার বক্তব্য বাংলাদেশের সংবিধান, ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির পরিপন্থি। অবিলম্বে মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়।
স্বারকলিপি প্রদানকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মহানগর সহ-সভাপতি মুফতি জিহাদুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস জাহানাবাদী, সদর থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, সদর থানা সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন, মহানগর সহ- সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ আজমী, সদর থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মাছুম বিল্লাহ, হাফেজ মাওঃ ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা বিলাল শরীফ, মাওলানা নূর হুসাইন, মুফতি শফিকুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
প্রজন্ম নিউজ ২৪/সোভান
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত