প্রকাশিত: ০১ জুলাই, ২০২৫ ০১:০১:৩৭
গোবিপ্রবি প্রতিনিধিঃদীর্ঘ ১১ বছর ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সভা নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়নি।
সাম্প্রতি নবগঠিত রিজেন্টবোর্ড সদস্যদের নিয়ে রিজেন্ট বোর্ডের ৪০তম সোমবার ( ৩০ জুন, ২০২৫) সকাল ১১.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর কনফারেন্স রুমে (২য় তলা) অনুষ্ঠিত হয়।
২০০১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে চারটি অনুষদের ৫ টি বিভাগের মোট ১৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে গোবিপ্রবি। বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। গোবিপ্রবি আইন ২০০১ এর ২০ নং ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হলো রিজেন্ট বোর্ড। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিয়োগ, পরীক্ষা আয়োজন, ফলাফল ঘোষণা, এবং কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সিদ্ধান্ত রিজেন্ট বোর্ডেই চূড়ান্ত হবে। আইনের ১৯ ধারা অনুযায়ী প্রতি ৬ মাস পর রিজেন্ট বোর্ডের একটি সভা আয়োজন বাধ্যতামূলক।
তবে অভিযোগ পাওয়া গেছে আইনে উল্লেখ থাকলেও সঠিক সময়ে অনুষ্ঠিত হয় না গোবিপ্রবির রিজেন্ট বোর্ড। তদন্ত প্রতিবেদনসহ অনেক বিষয়ই রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করা হয় না।
এমনকি গত ১০ বছরে বিশ্ববিদ্যালয়ের কোনো রিজেন্ট বোর্ডের সভাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়নি। ফলে রিজেন্ট বোর্ডের অনেক সদস্যই বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সশরীরে আসেননি এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা সম্পর্কেও অবগত নন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক খাইরুল আলম দায়িত্বে থাকাকালীন ২০১৪ সালে সর্বশেষ গোবিপ্রবি ক্যাম্পাসে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এফআইইউ)। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির গোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হওয়াতেই মূলত এখানে রিজেন্ট বোর্ডের সভা আয়োজন করা হয়।
এ বিষয়ে গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, "২৪ পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড আমাদের বিশ্ববিদ্যালয়ে হোক। রিজেন্ট বোর্ডের সদস্য যারা হইছেন, তাদের অনেকেই হয়তো আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন'ই না। আমার বিশ্ববিদ্যালয় কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কি কি দরকার বিশ্ববিদ্যালয়ে, শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া কি? বিশ্ববিদ্যালয়ের স্যার ও ম্যামদের চাওয়া-পাওয়া কি? কোন টা বিশ্ববিদ্যালয়ের জন্যে জুরুরি, তার কোনো কিছুই জানেন না হয়তো উনারা। তাই যারা রিজেন্ট বোর্ডের সদস্য হয়েছেন, আপনারা আমাদের ৫৫ একরে আসুন, দেখুন কি কি দরকার এই বিশ্ববিদ্যালয়ের। তাই আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এই বিশ্ববিদ্যালয়েই হোক।"
বিশ্ববিদ্যালয়ের অপর ছাত্র নেতা তাসনীম বিল্লাহ বলেন, " একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী স্থান হলো রিজেন্টবোর্ড। যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ কোনো বিষয়ে তার সিদ্ধান্ত দেওয়ার আগে সেই বিষয়ে তাকে পূর্ব থেকে দেখা, জানা প্রয়োজন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্টবোর্ড সদস্য যারা হয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ে না আসলে তারা বিশ্ববিদ্যালয়ের সমস্যা গুলো কিভাবে বুঝবেন? যিনি বোর্ড সদস্য হবেন তিনি যদি বিশ্ববিদ্যালয়ে আসতেই না চান তাহলে তিনি বোর্ড সদস্য হওয়ার যোগ্যতা রাখে কিনা তা প্রশ্ন থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের সমস্যা গুলো বোর্ড সদস্যরা সরাসরি এসে দেখলে সমস্যার সমাধান সহজে হয়ে যেত। ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের সমস্যা নিয়ে বার বার আন্দোলন করা লাগতো না।"
তিনি আরও বলেন," রিজেন্টবোর্ড সভা করার জন্য বিশ্ববিদ্যালয়ে পরিবেশ না থাকলে পরিবেশ তৈরি করার আহ্বান জানাই। সকল শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয়ের রিজেন্টবোর্ড মিটিং বিশ্ববিদ্যালয়ে হওয়া। তাই স্পষ্ট করে বলে দিতে চাই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল মিটিং এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করতে হবে। কোনো সদস্য ক্যাম্পাসে আসতে না চাইলে তাকে বাদ দিয়ে প্রয়োজনে নতুন বোর্ড করতে হবে।"
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "আমরা রিজেন্ট বোর্ডের সদস্যদের নাম দিয়েছি কিন্তু ইউজিসি তাদের ইচ্ছে মতো সদস্য নির্বাচিত করেছে। তারা অধিকাংশ নামই ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং খামারবাড়ি বাস করে। আমরা তাদের বিশ্ববিদ্যালয়ে সভা করার কথা বলছিলাম কিন্তু ভালো গেস্ট হাউজ, কনফারেন্স রুম,অডিটরিয়াম না থাকায় তারা রিজেন্ট বোর্ডের সভা বিশ্ববিদ্যালয়ে করতে চায়নি। আবার ৩০ তারিখের মধ্যে মিটিং করার বাধ্যবাধকতা ছিল সেজন্য আমরা আপাতত ঢাকায় রিজেন্ট বোর্ডের সভার আয়োজন করেছি।"
প্রজন্ম নিউজ ২৪/হাবিবুল বাশার
সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ৫৯৪ জনের প্রাণহানি
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার
এনসিপির কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা
আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে হবে জুলাই শহীদদের
পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই ২ অটোরিকশাসহ গ্রেপ্তার ৭
অপরাধীদের ছাড় নয়, কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
৫ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল ‘১৬ জুলাই’
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল দেড় হাজার, হাসপাতালে ভর্তি ৬১