২ বছর পর স্কোয়াডে নাঈম, যে কারণে নেই সৌম্য

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ০১:০২:৪৭

২ বছর পর স্কোয়াডে নাঈম, যে কারণে নেই সৌম্য

প্রজন্মডেস্ক : সবশেষ বিপিএলে দুর্দান্ত ছিলেন নাঈম শেখ। ডিপিএলেও করেছেন দুহাত ভরে রান। সুযোগটাও তাই এসেছে। দুই বছর পর আবারও শ্রীলংকা সফর দিয়ে জাতীয় দলে ফিরেছেন বাহাতি এই ওপেনার। স্কোয়াডে তৃতীয় ওপেনার হিসেবে তিনি আছেন সৌম্য সরকারের জায়গায়।

আজ মিরপুরে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দল জানায় বিসিবি। বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, চোটের জন্যই বিবেচনায় নেই সৌম্য সরকার। আর দারুণ ফর্মে থাকার সুবাদেই দলে নাঈম।

২০২৩ সালে সবশেষ লঙ্কা সফরে ওয়ানডে খেলেছিলেন নাঈম। এরপর থেকে দলের বাইরে। হারিয়ে যেতে বসা ওপেনার বিপিএলে জ্বলে ওঠেন, সিলেটেও ছোটান রানের ফোয়ারা। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে করেন ৬১৮ রান। তাতেই ২১ মাস পর এসেছে আরেকবার সুযোগ।

প্রধান নির্বাচক বলেছেন, ওপেনারের জায়গা তো একটা স্পেশালিস্ট জায়গা। একজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করতে হয়। দলে ওপেনার সাধারণত তিনজন থাকে। সেই আলোকে যখন চিন্তা করতে হয়েছে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং অ্যাভেইলেবল আছে নাঈম শেখ। তাই তিনি দলে।

নাঈম দলে ফিরেছেন সৌম্যর পরিবর্তে। প্রধান নির্বাচক জানিয়েছেন, সৌম্য এখনও পিঠের পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। এজন্যই তাকে রাখা হয়নি। তবে অভিজ্ঞ ক্রিকেটারকে নজরে রেখেছে বিসিবি।

লঙ্কায় দুটি টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ। গল টেস্ট থেমেছে ড্রতে। কলম্বো টেস্ট শুরু হবে ২৫ জুন। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল


মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।


প্রজন্ম নিউজ২৪/টিপু

এ সম্পর্কিত খবর

​​​​​​​৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফল ২১ জুলাই

​​​​​​​ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের

​​​​​​​সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ৫৯৪ জনের প্রাণহানি

মধ্যরাতে এনসিপির তোরণে দুর্বৃত্তদের আগুন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার

এনসিপির কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা

আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে হবে জুলাই শহীদদের

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ