প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ০৮:১৫:৪৪ || পরিবর্তিত: ১৩ এপ্রিল, ২০২৫ ০৮:১৫:৪৪
প্রজন্ম ডেক্স: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ রোববার রিজার্ভ উঠেছে ২১ দশমিক ১১ বিলিয়ন ডলার। গত সপ্তাহ শেষে রিজার্ভ ছিল ২০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জানুয়ারি–ফেব্রুয়ারির দায় বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধের পর গত ৯ মার্চ রিজার্ভ নেমেছিল ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে। মূলত অর্থপাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি এবং রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির কারণেই রিজার্ভ বাড়ছে। ডলারের দরও স্থিতিশীল রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। সেখান থেকে প্রতি মাসে কমতে–কমতে সরকার পতনের আগে গত জুলাই শেষে তা ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল। তবে সরকার পতনের পর আর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, বাজার ব্যবস্থাপনার মাধ্যমে বিগত সরকারের রেখে যাওয়া ৩৭০ কোটি ডলারের মেয়াদোত্তীর্ণ বকেয়া পরিশোধ করা হয়েছে। এ সময়ে নতুন করে আর বকেয়া রাখার সুযোগ দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে বিদেশি ঋণের সুদ যোগ হয়েও শেষ তিন মাসে প্রায় ৭৪ কোটি ডলার কমে গত ডিসেম্বর শেষে ১০ হাজার ৩৬৪ কোটি ডলারে নেমেছে। মূলত রপ্তানিতে প্রায় ২৮ শতাংশ এবং রপ্তানিতে ১১ শতাংশ প্রবৃদ্ধির কারণেই এভাবে রিজার্ভ বাড়ছে।
প্রজন্ম নিউজ/24 জাহিরুল ইসলাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৮তম বার বাড়লো
জাফর এক্সপ্রেসে ব্যবহৃত হয়েছিল আফগানিস্তানে ফেলে আসা মার্কিন অস্ত্র
বাণিজ্যে যুদ্ধে কেউ বিজয়ী হয় না : চীনা প্রেসিডেন্ট
সিবিএসকে চরম মূল্য দিতে হবে : ট্রাম্প
ইসরাইল কর রাজস্ব আটকে দেয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাড়তি তহবিল দেবে ইউরোপীয় ইউনিয়ন
বৈশাখের শুরুতেই ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’