ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫ ০৫:২৯:১২ || পরিবর্তিত: ০৮ মার্চ, ২০২৫ ০৫:২৯:১২

ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ


ঢাকা কলেজ প্রতিনিধি : রাজধানীর নিউমার্কেটে গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে হকার হারুনের ওপর মারধরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (০৭ মার্চ)  দুপুরে ফুটপাতের দোকান থেকে ঐ হকারকে ধরে নিয়ে গ্লোব মার্কেটের পার্শ্ববর্তী মেঘনা তেল পাম্পে তারা মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন।

ভুক্তভোগী ও তার সহযোগিদের সূত্রমতে, মারধরের সাথে জড়িত ব্যক্তিরা হলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সিরাজুম মুনির নায়িব ও ১৯-২০ সেশনের শিক্ষার্থী দেওয়ান ফজলে হাসান নিয়ন। 

মারধরের শিকার হকার মোহাম্মদ হারুন বলেন, 'আমি ঢাকা নিউমার্কেটে গ্লোব মার্কেটের সামনে দোকানদারি করি। আজকে অনেকদিন যাবৎ একটি গ্রুপ নিয়ন ভাই, নায়িব ভাই উনারা আমার জায়গা (ফুটপাতে দোকান বসানোর স্থান) নিয়ে উনারা করবে। উনারা আসার পরে আমি বললাম যে আমরা তো দুই ভাই করতেছি এখানে জায়গা দেওয়ার কোন স্কোপ নাই। আমি জায়গা দিতে পারবো না। তখন আমি ভিডিও করছি আমার সেফটির জন্য। উনারা এটা দেখে আমাকে বলছে যে ভিডিও করলি কেন? এরপর আমাকে পাম্পের ওখানে এনে মারধর করছে। ওরা পরে ১০/১২ লোক আসছিলো। আমাকে দোকান থেকে বেল দিয়ে বেধে ধরে নিয়ে আসছে, এনে পাম্পের এখানে মারছে। হাত দিয়ে যে যেভাবে পারছে থাপ্পর দিয়েছে, ঘুসি-ঠুসি মারছে। পাচ ছয় বছর যাবৎ আমরা শার্টের দোকান করতেছি। এই জায়গায় এসে উনারা দখল করতে চাইতেছে। পরে আজকে জুম্মার নামাযের পরে আমাকে মারধর করেছে।

এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, আমার বাবা নেই, একটা প্রতিবন্ধী বোন নিয়ে আমি কষ্টে চলতেছি। উনার যেভাবে আমাকে অত্যাচার করেছে এটা আমি আসলে মেনে নিতে পারছি না। আমরা এটা প্রশাসনের মাধ্যমে সুষ্টু সমাধান চায়। আমাকে মারধরের বিচার চায়। মারধর করে আমার ফোন নিয়ে গেছে। ফোন নেওয়ার পরে আমি বলছি ফোনটা আমাকে দিয়ে দেন তখন ওরা বলছে ফোন পাবিনা। ফোন নিয়ে চলে গেছে আমার ফোন আর ফেরত দেয় নাই।

এ বিষয়ে অস্বীকার করে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ফজলে হাসান নিয়ন বলে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমি সেখানে যায়নি এবং এমন কিছুই করিনি । 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, আমি বিষয়টা জানিনা। তবে যদি এমনটা করে থাকে তাহলে আমাদেরকে তথ্য প্রমাণ দেন। আমরা কেন্দ্রের সাথে কথা বলে তাকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করছি। কারণ এখানে কোন দুষ্টু মানুষের স্থান নেই। আমরা কেন্দ্রের সাথে কথা বলে অবশ্যই ব্যবস্থা নেব। 

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসাইন বলেন, বিষয়টা আমরা অবগত নয়। তবে যদি এই ধরনের কার্যক্রম করে থাকে তাহলে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আপনারা আমাদেরকে তথ্য প্রমান দিন।


প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

এ সম্পর্কিত খবর

শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে : প্রেস সচিব

মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রি করতেন এসপি রহমত

ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতির স্ট্যাটাস

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরার সেই শিশুটির ছবি-ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ

ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরাইলি নারী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ