প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২৫ ১২:৫৯:৪০
প্রজন্মনিউজ: গতকাল লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম।
পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। আমরা এ কাজ শেষ করতে যাচ্ছি। তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে।’
নিউসম ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন। নিউসম একজন ডেমোক্র্যাট। ট্রাম্পের সঙ্গে তাঁর অতীত সম্পর্ক বিরোধপূর্ণ ছিল।
গত কয়েক সপ্তাহ ধরে একাধিক দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস। এখনো এ অঞ্চলে তিনটি বড় দাবানল জ্বলছে। আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।
লস অ্যাঞ্জেলেস যাওয়ার আগে নর্থ ক্যারোলাইনায় হারিকেন হেলেনের আঘাতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন ট্রাম্প। গত সেপ্টেম্বরে চার মাত্রার ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাণ্ডব চালায়। এতে প্রাণ হারান অন্তত ৪৩ জন।
নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) পুনর্গঠন বা বাতিলে একটি নির্বাহী আদেশে সই করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, অঙ্গরাজ্যগুলো যেন নিজেরাই দুর্যোগ মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যে কেন্দ্র থেকে তাদের অর্থ দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় জরুরি ত্রাণ প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ওই সংস্থাকে দায়ী করেন। সেখানে তিনি বলেন, ‘এফইএমএ একটি দুর্যোগে পরিণত হয়েছে। আমার মনে হয়, আমরা এটি বন্ধে সুপারিশ করতে চলেছি।’
ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যটির সাড়ায় ট্রাম্প যেমন অসন্তোষ প্রকাশ করেছিলেন, নর্থ ক্যারোলাইনাতেও এফইএমএর ব্যাপারে তাঁর বক্তব্যে একই রকমের অসন্তোষ ফুটে উঠেছে। সম্প্রতি তিনি নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসের বিরুদ্ধেও ‘বড় ধরনের অযোগ্যতার’ অভিযোগ করেন।
বিএইচ
মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা
শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ
আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন : কাদের সিদ্দিকী
১৭ ই ফেব্রুয়ারি ২০২৬ শুরু হতে পারে মাহে রমজান
বিচারকের ছেলে হত্যাকারী কে এই লিমন?
গণমাধ্যমের সাথে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি
মোহাম্মদপুরে ককটেলসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক