শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, একদিনে কমল ৫ ডিগ্রি তাপমাত্রা

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৫ ১২:১১:০৪

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, একদিনে কমল ৫ ডিগ্রি তাপমাত্রা

প্রজন্ম ডেক্স: পৌষের শেষ প্রান্তে এসে সারাদেশে ফের জেঁকে বসেছে শীত। ডিসেম্বরের শেষে শীতের অনুভূতি অনেকটা কম থাকলেও জানুয়ারির শুরুতে বেড়ে যায় শীতের তীব্রতা। গত সপ্তাহের শেষ দিকে রংপুর বিভাগের সব জেলাসহ দেশের ১৩টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। মাঝে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও নতুন করে আবারও জেঁকে বসেছে শীত। পৌষের শেষভাগে এসে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা।

বৃহস্পতিবার সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সকাল ৬টায় যা ১৪ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এদিকে ঠান্ডা বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তবে কাজের প্রয়োজনে যারা বের হচ্ছেন, তারাও ভোগান্তিতে পড়ছেন। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের প্রকোপ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষ।


প্রজন্মনিউজ২৪/এম বি

এ সম্পর্কিত খবর

নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

ডেমরায় জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে সমাবেশ ও মিছিল

গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত : মির্জা ফখরুল

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত

ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

মাভাবিপ্রবি ছাত্রশিবিরের নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা।

ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ