কবিতা: স্বাধীনতা!

প্রকাশিত: ২৫ জুন, ২০২৪ ০২:৫৬:৪০

কবিতা: স্বাধীনতা!

স্বাধীনতা!
আমিমুল এহসান নাজিফ

............................................................

আমরা পারি দিয়েছি-

স্বাধীনতার কতদূর?

যেন এখনো হয়নি-

মুক্ত ভোর!


উদিত হওয়ার পূর্বেই-

রঙ ছড়াচ্ছে গোধূলি।

অথচ আমরাই রাখি-

তাদের মাথায় তুলি।


এ যেন পূর্বাভাস দিচ্ছে,

২৩ জুনের পলাশী।

আমরা শুধু গানেই বলি,

"আমি তোমায় ভালোবাসি"।


কিছুই করতে পারেনা,

দূর-শত্রু যেজন।

চিরন্তন সত্য তো,

" ঘরের শত্রু বিভীষণ"।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ