একীভূত করার উদ্যোগে উদ্বিগ্ন ভালো ব্যাংক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪ ১২:৫৫:৫৩

একীভূত করার উদ্যোগে উদ্বিগ্ন ভালো ব্যাংক


নিজস্বপ্রতিনিধি: এক্সিম ও পদ্মা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সংকটে পড়া সবল বা ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে। 

তবে এতে ভালো ব্যাংকের পরিচালক-কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ, যে প্রক্রিয়ায় এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত করা হচ্ছে, তাতে ভালো ব্যাংকগুলোর ওপর খারাপ ব্যাংক চাপিয়ে দেওয়ার আশঙ্কা করছেন তাঁরা। দেশের ৭-১০টি ব্যাংক একীভূত করার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। ফলে সমসংখ্যক ভালো ব্যাংক একীভূত হওয়ার চাপে রয়েছে বলে জানা গেছে।

ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন প্রথম আলোকে বলেন, আলাপ-আলোচনার বাইরে অস্বাভাবিক কিছু করা হবে না বলে তিনি আশা করছেন।


প্রন্মনিউজ২৪/আরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ