বাংলাদেশসহ ৪ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমোদন ভারতের

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৫:২১:১৯

বাংলাদেশসহ ৪ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমোদন ভারতের

অনলাইন ডেস্ক: পেয়াজের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কয়েকটি দেশের ওপর নির্দিষ্ট পরিমাণে রপ্তানীর অনুমোদন দিয়েছে ভারত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-বাংলাদেশ, মরিশাস, বাহরাইন ও ভুটানের কাছে মোট ৫৪ হাজার ৭৬০ টন পেঁয়াজ বিক্রি করবে দেশটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। 

বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে দেশটির ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেন, বাংলাদেশে ৫০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি আমরা। এছাড়া মরিশাসে ১২০০, বাহরাইনে ৩০০০ এবং ভুটানের কাছে ৫৬০ টন বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে বেসরকারি বাণিজ্যের মাধ্যমে পেঁয়াজের এ চালান পাঠানো হবে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। শিগগিরই তা কার্যকর হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের কাছে পেঁয়াজ চেয়ে কিছু দেশ অনুরোধ জানিয়েছিল। নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি মূল্যায়ন করেছে। 


প্রজন্মনিউজ২৪/এফএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ