‘সোনার চর’ সিনেমায় মৌসুমী

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪ ০৪:১৮:০৪

‘সোনার চর’ সিনেমায় মৌসুমী

বিনোদন ডেস্ক: গত সোমবার ‘সোনার চর’- সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়েছে। জানা গেছে, সিনেমাটি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। মুক্তি দেয়ার লক্ষ্যে প্রায় সকল প্রস্তুতি শুরু করেছে সিনেমাটির টিম। ‘সোনার চর’ সিনেমাটিতে প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী অভিনয় করছেন নায়িকার বড় বোনের চরিত্রে। এর মাধ্যমে অনেক সময় পর প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। এক্সেল ফিল্মস-এর ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করছেন জাহিদ হাসান।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ছবিটিতে কাজের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর ছিল। কাজটি করেও বেশ ভালো লেগেছে আমার। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবেন। তিন দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন চিত্রনায়িকা মৌসুমী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন অভিনয়ের জন্য। মৌসুমীর উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দেন মোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘বিশ্বপ্রেমিক’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’। এ অভিনেত্রী ‘দেবদাস’, ‘মেঘলা আকাশ’, ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


প্রজন্মনিউজ২৪/এসআই
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ