বিদ্যুৎ সংকটে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : রিজভী

প্রকাশিত: ০৮ জুন, ২০২৩ ১২:২০:৩৪

বিদ্যুৎ সংকটে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড খরতাপের মধ্যে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, কিছুদিন আগেও সরকারের এমপি-মন্ত্রীরা বলেছেন ‘আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি যে এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে’। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে এমনকি ঢাকা শহরেও ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড খরতাপে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। অথচ বিদ্যুৎ নিয়ে এ ধরনের অসভ্য মিথ্যাচারকারীদের এমপি-মন্ত্রী বানানো হয়েছে। 

বুধবার (৭ জুন) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রার্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারের উন্নয়নের সমালোচনা করে রিজভী বলেন, এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নতি সন্ধ্যা বেলায় মোমবাতি। আপনি প্রধানমন্ত্রী পদ্মাসেতু দেখালেন, উড়াল সেতু দেখালেন। এখন আপনার মুলিবাঁশের উন্নয়ন এখন হুড়মুড় করে ভেঙে পড়ছে। কারণ আপনার উন্নয়নের গাঁথুনিতে ছিল রডের পরিবর্তে বাঁশ।

সরকার নিজের আত্মীয়-স্বজনকে কুইকরেন্টাল দিয়ে বিশাল অর্থবিত্তের মালিক বানিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কানাডায় বেগম পাড়া বানিয়েছে সরকারের এমপি-মন্ত্রীরা। লুটপাট করে শুধু নিজেদের পকেট ভারী করেছে তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার। পরিচালনা করেন মহাসচিব এস এন তরুন দে। প্রার্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. সুকুমল বড়ুয়া ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ আরও অনেকে।


প্রজন্মনিউজ২৪/এমএইচ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ