নিউইয়র্কে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৩ মে, ২০২৩ ০৪:১৮:০৭ || পরিবর্তিত: ২৩ মে, ২০২৩ ০৪:১৮:০৭

নিউইয়র্কে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, নিউইয়র্ক স্টেইট ও মহানগর আওয়ামীলীগ সোমবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদব আইরিন পারভীন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল, আওয়ামীলীগ নেতা ডা. মাসুদুল হক, প্রদীপ কর, স্টেইট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, সিটি আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদ সিরাজী, এন আমিন, সাধারন সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক নূরুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক প্রমুখ।

ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিতের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে যোগ দেয় ব্রঙ্কস আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা। এরা হলেন ব্রঙ্কস আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী, সহ সভাপতি তাহের চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী বেলাল (ভিপি বেলাল)।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও উন্নয়নের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন এক অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তখন বিএনপির-জামাতের কিছু কুচক্রী মহল শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এই দেশ বিরোধীরা বিদেশী ষড়যন্ত্রকারীদের মদদে জাতির জনকের কন্যাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

আওয়ামীলীগ নেতৃবৃন্দ অবিলম্বে হত্যার হুমকিদাতা ও এর মদদদাতাদের খুজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।


প্রজন্মনিউজ২৪/ইমরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ