নেট বোলার থেকে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি

প্রকাশিত: ০১ মে, ২০২৩ ০৫:৩০:৪৭

নেট বোলার থেকে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি

তুষার দেশপাণ্ডে। মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের এক সময় নেট বোলার ছিলেন তিনি। কিন্তু আইপিএলের চলতি আসরে সেই নেট বোলারই কিনা সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে উঠে এলেন।

রোববার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২০০ রান করেও শেষ বলে হার মানে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ৪ ওভার বল করে ৪৯ রান দিয়ে ৩টি উইকেট নেন তুষার। এর মধ্য দিয়ে ৯ ম্যাচে তার মোট উইকেট হয় ১৭ এবং তিনি উঠে যান সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে। মোট ৩৩.২ ওভারে ৩৬৯ রান খরচ করে ২১.৭০ গড়ে ১৭টি উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী এই পেসার। হয়ে উঠেছেন পার্পল ক্যাপের দাবিদার।

১৫ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অর্শদীপ সিং। ৮ ম্যাচে ৩৩ ওভারে ২৯৫ রান দিয়ে এই উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের পেসার। ৮ ম্যাচ খেলে ৩২ ওভারে ২৩৪ রান খরচ করে ১৪টি উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ আছেন তৃতীয় স্থানে।

রশিদ খান ৮ ম্যাচে ৩২ ওভার বল করে ২৮০ রান দিয়ে ১৪টি উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ