যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

প্রকাশিত: ২৭ অগাস্ট, ২০২২ ০৫:৪৬:২১

যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

সাইফুল ইসলাম,যশোর প্রতিনিধিঃ যশোর শহরে মধ্যরাতে বিএনপির চার শীর্ষ নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিএনপির নেতারা অভিযোগ করেছে যে,জয়বাংলা শ্লোগান দিয়ে আওয়ামীলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।

এ হামলায় ক্ষতিগ্রস্তরা হলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,  জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান।

শুক্রবার (২৭ আগস্ট) রাত প্রায় ১টার দিকে এ হামলা হয়েছে বলে নেতারা অভিযোগ করেছেন।হামলায় গাড়িসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এ হামলার ঘটনায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা দাবি করেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিএনপি'র কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, প্রথমে অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে এরপর পর্যায়ক্রমে অন্যান্য নেতাদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ ও ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালা ও গাড়ি ভাঙচুর করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম, আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তি, বিএনপি নেতা অ্যাডভোকেট জাফর সাদিক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, রফিকুল ইসলাম মুল্লুক চাঁন প্রমুখ।


প্রজন্মনিউজ২৪/ ইমরন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ