রহিমের স্ত্রীর ৩৬ পুলিশকে আসামি করে হত্যা মামলা

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২২ ০৬:০৫:১৬

রহিমের স্ত্রীর ৩৬ পুলিশকে আসামি করে হত্যা মামলা

ভোলা প্রতিনিধি: ভোলায় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ চলাকালে গত রোববার (৩১ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কর্মী আঃ রহিম নিহতের ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) আরমানসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত রহিমের স্ত্রী খাদিজা বেগম। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ। যদিও এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতে ভোলা সদর থানায় দুটি মামলা করেছে। 

দুটি মামলায় ৭৫ ও অজ্ঞাতনামা পাঁচ শতাধিক জনকে আসামি করা হয়েছে। ভোলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলায় পুলিশ সদস্যকে পিটিয়ে জখম ও অপর মামলায় পথচারী হত্যার বিষয়টি উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত রোববার (৩১ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সকাল ১১টার সময় জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার চেস্টা করলে পুলিশ লাঠিচার্চ করে ও গুলিবর্ষন করেন ।

এ সময়  পুলিশের গুলিতে আহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আঃ রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম সহ অর্ধশতাধিক নেতা কর্মী। পরে আঃ রহিমকে ভোলা সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


প্রজন্মনিউজ২৪/ইজে
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ