প্রতি কেজি সজনে ১৫০ টাকা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ১১:০৯:০২

প্রতি কেজি সজনে ১৫০ টাকা

বাজারে নতুন সবজি সজনে আসতে শুরু করেছে। ডাল ও তরকারিতে বাড়তি স্বাদ যোগ করে মৌসুমি এই সবজি। নতুন হওয়ায় দাম একটু বেশি।

রোববার (১৪ মার্চ) রাতে মতিঝিল এলাকায় কাঁচাবাজারগুলোতে দেখে দেখা গেছে, কেজি প্রতি সজনে বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। আকারে ছোট সজনে কেজিতে ৫০-৫৫টি পিস ওঠে। একটু ভালো মানের কেজিতে ৪০-৪৫ পিস সজনে হয়, এগুলো বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা দরে।

অফিস শেষে বাসায় ফেরার পথে বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা বলেন, সজনের প্রথম তো তাই একটু দামও বেশি সজনের। তাই আমি আধা কেজি কিনেছি। কারণ আগামী সপ্তাহে আধা কেজির টাকায় এক কেজি সজনে কিনতে পারব। ইচ্ছা ছিল না কিন্তু ভালো লাগল তাই কিনলাম।

মতিঝিলের জীবন বীমা ভবনের সামনের সবজি বিক্রি করেন এনায়েত হোসেন। তিনি বলেন, সজনে নতুন আসছে। দেখতেও অনেক ভালো। দাম বেশি হওয়াতে কম এনেছি। কারণ এখন বিক্রি কম হবে।

তিনি বলেন, গত সপ্তাহ ২০০ টাকা কেজি বিক্রি করেছি। আগামী সপ্তাহ আরও কমে যাবে সজনের দাম। ভরা মৌসুমে ৫০ টাকা কেজি হবে।

সজনের দাম বেশি হলেও টমেটোর দাম একটু কম। মৌসুমি টমেটো বাজারে মান ভেদে বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা কেজিতে। মুলা, পেঁপে, বেগুন বিক্রি হচ্ছে যথাক্রমে ১৫, ২০ ও ২৫ টাকা কেজি দরে।

প্রজন্মনিউজ২৪/সাইফুল

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ