জাতীয় বেঈমান, তাদের নাম-পরিচয় চাইলেন হাইকোর্ট

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২০ ০১:৫৭:২৮

জাতীয় বেঈমান, তাদের নাম-পরিচয় চাইলেন হাইকোর্ট

দেশ থেকে কানাডার বেগমপাড়ায় অর্থপাচারে জড়িত সরকারি কর্মকর্তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশন। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে অর্থ সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যানকে এসব তথ্য দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। অর্থপাচারকারীরা জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই নির্দেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমার ধারণা ছিল, রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে, কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে, যদিও এটি সামগ্রিক তথ্য নয়, সেটিতে আমি অবাক হয়েছি, সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীর বাড়িঘর কানাডায় বেশি আছে এবং তাদের ছেলেমেয়েরা সেখানে থাকে। ’
পত্রিকায় প্রকাশিত তার এ বক্তব্যের প্রতিবেদন আমলে নিয়ে রুলসহ এ আদেশ দেন হাইকোর্ট।

প্রজন্মনিউজ২৪/হারুন 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ