৪৫০০ টাকায় বানিয়ে নিন ইলেকট্রিক সাইকেল

প্রকাশিত: ৩১ মার্চ, ২০১৮ ০৪:৫০:১৫ || পরিবর্তিত: ৩১ মার্চ, ২০১৮ ০৪:৫০:১৫

৪৫০০ টাকায় বানিয়ে নিন ইলেকট্রিক সাইকেল

তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক। পরিবেশবান্ধব এই বাহনটি যাতায়াত খরচ অনেকাংশে কমিয়ে আনে। কিন্তু আমদানি করা বিদেশী ইলেকট্রিক বাইকের দাম আকাশচুম্বী। ফলে সাধ থাকলেও সাধ্য হয়ে ওঠে না। আবার অনেকেই সাইকেলটিকে ই-সাইকেল রূপান্তর করে নিতে পারছেন না। এই সমস্যার সমাধানে সবচেয়ে সাশ্রয়ী দামে ইলেকট্রিক বাইক তৈরির যন্ত্রাংশ বিক্রি করছে দেশী স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ডিএমআরই’ ।

এই যন্ত্রাংশ অনায়াসেই যেকোনো সাইকেলে সংযোজন করে ইলেকট্রিক বাইক বানিয়ে নেয়া যাবে। সাইকেল মেকানিক্সের সহায়তায় কিংবা নিজে নিজেই এই যন্ত্রাংশ সংযোজন করতে পারবেন। সাধারণ সাইকেলকে ইলেকট্রিক ব্যাটারিচালিত সাইকেল তৈরির মোটর এবং কমপ্লিট সেট বিক্রি করছে ডিএমআরই। তাদের এই ই-বাইক এক চার্জে চলবে ৫০ কিলোমিটার। এর মোটর ছোট আকারের। ফলে সাইকেলের পেছনের চাকায় সহজেই লাগানো যাবে। তবে এই যন্ত্রাংশের সাথে ব্যাটারি নেই। আছে মোটর ও অন্যান্য যন্ত্রাংশ। আলাদাভাবে ১২ ভোল্টের দুটি ব্যাটারি কিনে লাগাতে হবে।

১২ ভোল্টের রিচার্জেবল ড্রাইসেল ব্যাটারির দাম ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে। ডিএমআরইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জি এ টুটুল বলেন, পরিবেশবান্ধব ইলেকট্রিক সাইকেলের কদর বিশ্বজোড়া। গ্রামগঞ্জে শিক্ষার্থীরা সাইকেলে চেপে রোজ স্কুল-কলেজে যায়। দীর্ঘপথ সাইকেল চালানোর ফলে তারা ক্লান্ত হয়ে যায়। এরা যদি আমাদের ই-সাইকেলের কিট কিনে তাদের সাইকেলে সংযোজন করে নেয় তবে তাদের সময় যেমন বাঁচবে তেমনি করে তারা যাত্রার ক্লান্তি থেকেই রেহাই পাবে।

ই-সাইকেল কিটে রাতে পথের অন্ধকার দূর করতে রয়েছে হেডলাইট। পথচারীদের সতর্ক করার জন্য আছে হর্ন। এ ছাড়া চলতি পথে মোবাইল ফোন চার্জ দেয়ার জন্য রয়েছে চার্জার। এতসব সুবিধাসংবলিত ই-বাইকের কিটের দাম মাত্র ৪৫০০ টাকা। এই কিট কিনে কিভাবে তা সংযোজন করবেন সে জন্য ডিএমআরই একটি ভিডিও তৈরি করেছে। ওই ভিডিও দেখে নিজে নিজেই আপনার সাধারণ সাইকেলটিকে বানিয়ে নিতে পারবেন ইলেকট্রিক সাইকেল।

প্রজন্মনিউজ২৪/তাওহীদ

এ সম্পর্কিত খবর

 সহিংস পরিস্থিতির জন্য কারা দায়ী? ঘটনা পরিক্রমা কী বলছে?

কারফিউ শিথিলের পর সড়কে গাড়ির চাপ, ব্যক্তিগত গাড়িই বেশি

পার্থসহ দলের ৪ নেতাকে গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের

দেশজুড়ে চলছে অভিযান

ছাত্রলীগ-যুবলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি প্রসঙ্গে যা বললেন মার্কিন সরকারের মূখপাত্র

কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চায় চবি শিক্ষক সমিতি

কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকা পুলিশ, উদ্ধারে এলো হেলিকপ্টার

জবি ক্যাম্পাস আন্দোলনকারীদের দখলে, মাঠে নেই ছাত্রলীগ

সরকারি আজিজুল হক কলেজে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীলেগর হামলা

বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশের বাধা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ