দিগন্ত জুড়া হলুদ শরিষা ফুলের বাগান দেখে আসি

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০১৮ ০১:৩৯:৪৭ || পরিবর্তিত: ০১ জানুয়ারী, ২০১৮ ০১:৩৯:৪৭

দিগন্ত জুড়া হলুদ শরিষা ফুলের বাগান দেখে আসি

দিগন্ত জুড়া হলুদ শরিষা ফুলের বাগান। দেখে যে কারো মন নেচে উঠবে হর হামেশাই। তাই নিজের আশে পাশে চাষ হওয়া সরিষা ক্ষেতে ঘুরে আসতে পারেন নিজের প্রিয় মানুষগুলোকে নিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো সর্ষে রাজ্যে ডুব দিতে খুব দূরে কোথাও যেতে হবে না আপনাকে। আপনার অবস্থান ঢাকা হোক না ঢাকার বাইরে কাছাকাছিই মিলবে এমন নয়নাভিরাম চোখ ধাঁধানো ফুলের বাহার।

জেনে নিন ঢাকার কাছাকাছি জায়গাগুলোর খোঁজ- 

নরসিংদী

দিগন্তজোড়া সর্ষে ক্ষেতের জন্য ইতোমধ্যেই নরসিংদীর চান্দেরপাড়া ভ্রমণকারীদের নজর কেড়েছে। ঢাকা থেকে গেলে সময় লাগবে ২ ঘণ্টার মতো। যাওয়ার পথটাও সহজ। গুলিস্তান বা মহাখালী থেকে নরসিংদীর বাসে উঠুন। নরসিংদী নেমে রিকশা নেবেন সাটিরপাড়া, রজনীগন্ধার মোড় পর্যন্ত। এখান থেকে ইজি বাইকে চান্দের পাড়া। যেতে যেতেই দূর থেকে চোখে পড়বে হলুদ রং এর ক্ষেতগুলো। এত ফুল যে আপনি ডুবে যাবেন নিশ্চিত। আর সর্ষে ডুব শেষে ঘুরে আসতে পারেন মেঘনা নদীতে নৌকায়।

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জের গ্রামগুলোতে পাবেন সরিষা ক্ষেত। তবে এখানে মাইলের পর মাইল সরিষা চাষ হয় না। এক ভ্রমণে আপনার আরও দেখা হয়ে যাবে ফুলকপি, লাল শাক, ধনে পাতার ক্ষেত। কেরানীগঞ্জের অবস্থান ঢাকার ভেতরেই। প্রথমে যেতে হবে মোহাম্মদপুর। এখান থেকে বসিলার বাসে উঠে নামবেন আঁটিবাজারে। এখানে অটো পাবেন। তাদেরকে সরিষা ক্ষেতে যেতে চান বললেই নিয়ে যাবে। তবে অবশ্যই স্থানীয় কারও অটোতে উঠবেন। এখানে বাংলানগর, রোহিতপুরে ইত্যাদি গ্রামে আছে সরিষা ক্ষেত।

বেজেরহাটি

মুন্সিগঞ্জেও পাবেন ক্ষেতের পর ক্ষেত সরিষা ফুলের দেখা। চোখ ধাঁধানো ফুলের এই সাম্রাজ্য দেখতে গুলিস্তান থেকে মুন্সিগঞ্জের বাসে উঠুন। মুন্সিগঞ্জে নেমে যে কাউকে জিজ্ঞেস করে চলে যান কাছাকাছি গ্রামে। যেতে পারেন সিরাজদিখানের বেজেরহাটি! মুন্সিগঞ্জের বাসে উঠে সিরাজদিখান নেমে যাবেন। বাকি পথ অটোতে।

নন্দনকোন 

মুন্সিগঞ্জের শ্রীনগরে অবস্থিত জায়গাটি।  সরিষা ফুলে মোড়ানো গ্রামগুলোর মাঝে নন্দনকোন অর্জন করেছে আলাদা খ্যাতি। এখানে যেতে হলে বাবুবাজার ও ধলেশ্বরী জোড়া সেতু পেরিয়ে নিমতলী আসবেন। নিমতলী থেকে সাতগাঁও যাওয়ার পথে পড়বে নন্দনকোনের সর্ষে ক্ষেত। স্থানীয়দের সাহায্য নিতে পারেন পথ চিনতে।

সোনারং

সোনারং এর অবস্থানও মুন্সিগঞ্জে, টঙ্গিবাড়িতে। যেমন নাম তেমনই রূপে ঝলমল করছে এখন সোনারং এর সোনালী সর্ষে ক্ষেত। গুলিস্তান থেকে বাসে যেতে পারবেন টঙ্গিবাড়ি। 

সিঙ্গাইর

সরিষা ফুলের সুগন্ধে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে আপনার জন্য আরেকটি চমৎকার গন্তব্য হতে পারে মানিকগঞ্জের সিঙ্গাইর। গুলিস্তান থেকেই পাচ্ছেন সরাসরি মানিকগঞ্জের বাস। সিঙ্গাইরে নামুন। এখান থেকে সিএনজি বা মোটর সাইকেলে চলে যান গ্রামের দিকে।

ঝিটকা

এই জায়গাটিও মানিকগঞ্জে। আঁকাবাঁকা মেঠোপথ, দুইদিকে যতদূর চোখ যায় হলুদ সমুদ্র। ঝিটকা ভ্রমণ মনে দাগ কাটবে সন্দেহ নেই। এখানে অসংখ্য খেজুর গাছও আছে। তাই যদি খুব ভোরে যেতে পারেন তাহলে পেয়ে যাবেন খেজুরের রস।

ধামরাই

সরিষা ফুলের সোনালী একটি বিকেল পেতে চলে যান ধামরাই। গুলিস্তান, মহাখালী, গাবতলি যে কোনো জায়গা থেকে উঠুন সাভার ধামরাই এর বাসে। ধামরাই থেকে লেগুনায় ইসলামপুর। এখানেই দেখা মিলবে সরিষা ফুলের। 

মাওয়া রোড

ঢাকা থেকে মাওয়া রোড ধরে বাসে যাওয়ার পথে কখনো কি খেয়াল করেছেন রাস্তার দু’পাশের সরিষা ক্ষেতগুলো? সোনালী রং জ্বলজ্বল করে এখানে, দূর থেকে কাছে টানতে থাকে চুম্বকের মতো। নেমে পড়ুন না! ঘুরে আসুন এখান থেকেই। আব্দুল্লাহপুর, শাইনপুকুর বা লৌহজং যেদিকেই যান না কেন ফুল পাবেন এই সময়ে।

তাহলে আর দেরি কেন? আপনার জন্য সুবিধাজনক একটি জায়গা বেছে নিন আর নতুন বছরের শুরুটা সোনালী রং এ রাঙিয়ে দিতে চলে যান প্রিয়জনের হাত ধরে। শুভ হোক আপনার ভ্রমণ।

প্রজন্মনিউজ২৪.কম/শিবলী

এ সম্পর্কিত খবর

হাসপাতালে আসাদুজ্জামান নূরকে দেখেই কিল-ঘুসি আহত শিক্ষার্থীদের

ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা : সারজিস

চিন্ময় ইস্যুর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, জাতিসংঘে জানালো বাংলাদেশ

ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা বাড়াতে চায় ইরান, আইএইএর প্রতিবেদন

জয় বাংলা স্লোগান দিয়ে গুলি ছুড়ে পালিয়ে গেলো কারা

হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ

ইসকন ও চট্টগ্রামের ঘটনা হাইকোর্টে উপস্থাপন, কাল পদক্ষেপ জানাবে রাষ্ট্রপক্ষ

 আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচার চায় ‘মার্কসবাদী’

চট্টগ্রামে আইনজীবী হত্যা যৌথবাহিনীর অভিযানে আটক ২৭

রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ