চড়া দামে বিক্রি হচেছ পেঁয়াজের বীজ, কেজি ২ হাজার টাকা

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০১৯ ০৩:৫৬:০১ || পরিবর্তিত: ২৩ নভেম্বর, ২০১৯ ০৩:৫৬:০১

চড়া দামে বিক্রি হচেছ পেঁয়াজের বীজ, কেজি ২ হাজার টাকা

এবার পেঁয়াজের বীজেও লেগেছে আগুন। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি দরে। এতে কৃষকের পেঁয়াজ চাষের ইচ্ছে আগ্রহে ভাটা পড়েছে।

কৃষক রফিক মিয়ার ইচ্ছে ছিলো এবার পিয়াজ চাষ বেশি করবেন। কিন্তু বীজ কিনতে আগ্রহ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিন্দুউড়ার এই কৃষক। পিয়াজের দামের আগুনের প্রভাব পড়েছে বীজেও। রফিক মিয়ার মতোই ওই এলাকার অনেক কৃষকের ইচ্ছে ছিলো এবার বেশী পরিমান জায়গা নিয়ে পিয়াজ চাষের। ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহের ব্যবধানে পিয়াজ বীজের দাম বেড়েছে ১২’শ টাকা।

শহরের বাজারে যে বীজ বিক্রি হচ্ছে ১৬/১৭’শ টাকা, তা গ্রামের বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। এই এলাকার কৃষকরা সাধারণত পিয়াজের গোটা (কন্ধ) লাগিয়ে পিয়াজ ফলান। সেই গোটারও সংকট। গত বছর এক কেজি গোটার দাম ছিলো ৩০/৩৫ টাকা তা এখন ২৬০ টাকা। বীজ আর কন্ধের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫৬০ হেক্টর জমিতে পিয়াজ আবাদ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই লক্ষ্যমাত্রার মধ্যে এখন পর্যন্ত ১৩৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে পিয়াজ। সদর উপজেলায় ১ হেক্টর, সরাইলে ২০ হেক্টর, কসবায় ১০ হেক্টর, নবীনগরে ২৭ হেক্টর, বাঞ্ছারামপুরে ৪০ হেক্টর, নাসিরনগরে ৩০ হেক্টর, আখাউড়ার ১ হেক্টর, আশুগঞ্জে ৫ হেক্টর ও বিজয়নগরের ১ হেক্টর জমিতে পিয়াজ আবাদ হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পিয়াজের আবাদ শুরু হয়েছে এখানে। আবাদ চলবে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এখানে বাণিজ্যিক ভিত্তিতে পিয়াজ উৎপাদন হয় না। কৃষকরা নিজেরা খাওয়ার জন্যে পিয়াজ আবাদ করেন।

শহরের জগতবাজারে বীজ বিক্রেতা মেসার্স বিছমিল্লাহ বীজ ভান্ডার’র ব্যবসায়ীরা জানান, দু’সপ্তাহের ব্যবধানে পিয়াজের বীজের দাম দ্বিগুনেরও বেশী হয়েছে। ৭/৮’শ টাকার বীজ হয়েছে ১৫/১৬’শ টাকা। মেটাল এগ্রো লিমিটেড’র আধা কেজি বীজ কিনেছেন ৮শত টাকায়। ৪টি প্যাকেটে ২ কেজি বীজ কিনেছেন ৩২’শ টাকায়। ওই ইনভয়েসে কোন কমিশন হবে না বলে উল্লেখ রয়েছে।

ওই বীজ ব্যবসায়ীরা জানান, ১৭ নভেম্বর ১৫’শ টাকা কেজিতে বীজ কিনেছেন। চাহিদা থাকায় তারা আমাদের কমিশন দেয়াও বন্ধ করে দিয়েছে। লাল তীরের বীজের দাম সবচেয়ে বেশী। তাদের দুই ধরনের বীজ রয়েছে। যার কোম্পানী রেট ১৬’শ ও ১৮’শ টাকা এখন। এছাড়া মাসুদ সীড, মোমিন সীড এবং ইউনাইটেড সীডের পিয়াজ বীজ প্রতি কেজি ১২’শ থেকে ১৫’শ টাকা দরে বিক্রি হচ্ছে।

আলী বীজ ভান্ডারের আলী মিয়া জানান, গত মৗসুমে আধা কেজি বীজও বিক্রি করতে পারতেন না। এখন পর্যন্ত দেড় কেজি বীজ বিক্রি করেছেন। অন্যদিকে জেলা শহর থেকে ১২-১৩ কিলোমিটার দূরত্বের গ্রামের হাটে শুক্রবারে ২ হাজার টাকা কেজিতে বিক্রি হয়েছে পিয়াজের বীজ।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: আবু নাছের জানান, নির্ধারিত লক্ষ্য মাত্রা অর্জিত হবে। এখানকার কৃষকরা গোটা পিয়াজই আবাদ করেন বেশী। বাঞ্ছারামপুর, নবীনগর, নাসিরনগর এবং আশুগঞ্জে

বীজ দিয়ে পিয়াজ আবাদ হয়। বিজয়নগর উপজেলার এক একর জমিতে গোটা পিয়াজ উৎপাদনের জন্য প্রযুক্তি সহায়তাসহ বিনামূল্যে বীজ সরবারহ করেছেন তারা।

প্রজন্মনিউজ২৪/জাহিদ

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ