আওয়ামীলীগের বিদ্রাহী প্রার্থীর মার্কা আপেল

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০১৮ ০৪:১৮:০৮

আওয়ামীলীগের বিদ্রাহী প্রার্থীর মার্কা আপেল

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মনোনয়ন বঞ্চিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। পিরোজপুর জেলায় তিনটি আসনের মধ্যে তিনিই একমাত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

মহাজোটের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কারের খড়গ মাথায় ঝুললেও পিছিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন আশরাফুর রহমান। তার ভাষায়, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগকে বাঁচাতে বিদ্রোহী প্রার্থী হওয়া ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না।

আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের দাবি, পিরোজপুরে একাংশের নেতাকর্মীদের চাপের মুখে আশরাফুর রহমান দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন।

 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ জানান, দেশরত্ম শেখ হাসিনার একটি আসন চোখের সামনে হাড়তে দেব না। আশরাফ মুক্তিযোদ্ধার সন্তান। ইতিমধ্যে স্থানীয় মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আশরাফুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে তার সঙ্গে কাজ করে যাচ্ছি।

আশরাফুর রহমান বলেন, সবাই আমার পাশে আছেন। আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো এবং জয়ী হবো।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, নির্বাচন হচ্ছে মহাজোটগত। জোট থেকে যাকে মনোনয়ন দিবে আমরা তার বাইরে যেতে পারি না।

 

প্রজন্ম নিউজ/শাহারিয়ার রহমান

এ সম্পর্কিত খবর

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

হারের দায় মুস্তাফিজের কাঁধে দিতে চান না অধিনায়ক

তাপপ্রবাহে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতিকে বারের চিঠি

হ্যাপিং হ্যান্ডস্ সমাজ কল্যাণ সংস্থার গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা চেয়ারম্যান পদে এডভোকেট ছালামের অনলাইনে মনোনয়নপত্র দাখিল

ভারতে নারী ভোটার বাড়ছে, ৫ বছরে ছাপিয়ে যেতে পারে পুরুষদের

চাঞ্চল্যকর মামলার আপিল শুনানিতে গতি নেই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ