দুর্নীতিগ্রস্ত বলেই দেশে ফিরছেন না এস কে সিনহা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০১৮ ১২:১১:১২

দুর্নীতিগ্রস্ত বলেই দেশে ফিরছেন না এস কে সিনহা

ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দুর্নীতিগ্রস্ত বলেই দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তিনি বলেন, সিনহা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্রে সফল হতে না পেরে দেশ ছেড়ে এখন হতাশায় ভুগছেন।

রবিবার (৩০ সেপ্টেম্বর) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে নবনির্মিত ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, “ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটকে ‘জাতীয় ঐক্য’ বলা যায় না। এদের কোনও আদর্শ নাই। আদর্শহীন ঐক্য টিকতে পারে না, টিকবে না।

নীতিহীনদের দেশের মানুষ গ্রহণ করবে না। যাদের কোনও আদর্শ নেই, তাদের সাথে দেশের জনগণ নাই। তাদের দাবিগুলোও অযৌক্তিক এবং দেশের পবিত্র সংবিধান পরিপন্থী।দেশের আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে সংবিধান মোতাবেক। আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।”

এ সময় বাণিজ্যমন্ত্রী ওয়ালটন সম্পর্কে বলেন, ‘বিগত ১০ বছরে এ প্রতিষ্ঠানটি ব্যাপক উন্নতি করেছে। বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় এবং শিল্পবান্ধব নীতির কারণে আজ এ উন্নতি।

এ ধরনের প্রতিষ্ঠানকে এখন কাঁচামাল ছাড়া শিল্পের আর কোনও কিছু আমদানি করতে হয় না। ওয়ালটন পণ্যের রফতানি দিন দিন বাড়ছে। এভাবেই দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ওয়ালটনের অনেক নাম শুনেছি, প্রশংসা শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। ওয়ালটন কারখানায় এসে আমি মুগ্ধ, অভিভূত, গর্বিত।

ওয়ালটন শুধু বাংলাদেশেরই বড় শিল্প প্রতিষ্ঠান নয়, বরং আন্তর্জাতিক বিশ্বে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। খুব শিগগিরই ওয়ালটন বিশ্ববাজারে মর্যাদাশীল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ইলেকট্রনিক্স পণ্য রফতানির জন্য সরকার নগদ সহায়তা দেবে। প্রতিটি পণ্যের উৎপাদন ইউনিট ঘুরে ঘুরে যা দেখলাম, তা অকল্পনীয়। ওয়ালটনের প্রতিটি ইউনিট সাজানো-গোছানো। ওয়ালটন তাদের মেধা, শ্রম দিয়ে সবকিছু তৈরি করছে। পণ্যের যন্ত্রাংশ, কাঁচামাল নিজেরাই তৈরি করছে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ওয়ালটন শুধু দেশের অর্থনীতিকেই এগিয়ে নিচ্ছে না, বরং অনেক মানুষের কর্মসংস্থানও করছে। ওয়ালটন কারখানায় বর্তমানে ২৫ ধরনের পণ্য তৈরি হচ্ছে। ৬০ ধরনের পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে।’

এর আগে রবিবার বেলা সাড়ে ১১টায় বাণিজ্যমন্ত্রী গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী,

ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন গ্রুপের ডিরেক্টর রাইসা সিগমা হিমা প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবির ও এস এম জাহিদ হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর গোলাম মোর্শেদ, অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম জানান, ৬৮০ একরের বেশি জায়গায় ওয়ালটন কারখানা কমপ্লেক্স। ৭০ লাখ বর্গফুট জায়গাজুড়ে চলে পণ্য উৎপাদন কার্যক্রম। যেখানে নিয়োজিত আছেন প্রকৌশলী এবং টেকনিশিয়ানসহ দেশ-বিদেশের প্রায় ২০ হাজার কর্মী।

ওয়ালটন কারখানার গ্লাস ডোর প্রজেক্টে প্রাথমিকভাবে প্রতিদিন ১ হাজার গ্লাস ডোর ফ্রিজ তৈরি হচ্ছে। শিগগিরই তা দৈনিক ৫ হাজার ইউনিটে উন্নীত হবে।

প্রজন্মনিউজ২৪/জামান

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ