৪২জনের হাতেই বিশ্বের অর্ধেক সম্পদ

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০১৮ ০৫:৫০:৩৯

৪২জনের হাতেই বিশ্বের অর্ধেক সম্পদ

সম্পদের সুষমবন্টনের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে দুরত্ব ক্রমেই বাড়ছে। কিছু মানুষ দিন দিন গরীবতর হচ্ছে আর কিছু মানুষ ফুলে ফেঁপে উঠছে সম্পদে। ফুলে ফেঁপে উঠা মানুষগুলোর হাতেই আছে বিশ্বের মোট সম্পদের ৮২ শতাংশ সম্পদ। তবে তারা শত শত কোটি মানুষের মাত্র ১ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, ধনী-গরীবের বর্তমান বৈষম্য ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কেবল ২০১৭ সালেই বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে ৪ গুণ।

২০১৭ সালের হিসাবে দেখা গেছে মাত্র ৪২জন মানুষের কাছেই বিশ্বের মোট সম্পদের অর্ধেক আছে। বাকি অর্ধেক সম্পদ পৃথিবীর বাকি মানুষদের জন্য।

তবে ২০১৬ সালে কিন্তু এই সংখ্যাটা ছিল ৬১জন। সে বছর ওই ৬১ জনের হাতে ছিল পৃথিবীর মোট সম্পদের অর্ধেক। এতে বোঝা যায় প্রথম দিকের ধনকুরেরা আরও বেশি ফুলে ফেঁপে উঠছেন দিন দিন। শুধু তাই নয়, প্রতি দুই দিনে এখন একজন করে মানুষ বিলিয়নেয়ার হচ্ছে।

ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, বিশ্বের মাত্র ১ শতাংশ মানুষে হাতে রয়েছে বিশ্বের ৮২ শতাংশ সম্পদ। অক্সফামের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে তারা জানিয়েছে, বর্তমানে বিশ্বে ২,০৪৩ জন বিলিয়নেয়ার রয়েছে। এ বিলিয়নেয়ারদের সম্পদ গত ১২ মাসে ৭৬২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেন, মাত্র গুটি কয়েক মানুষের হাতে এত সম্পদ থাকার বিষয়টি অনুচিত, কারণ বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১০ জনের একজন প্রতিদিন দুই ডলারেরও কম দিয়ে জীবনযাপন করছে৷

অক্সফামে বলছে, বিশ্বের পূর্ণবয়স্ক অর্ধেক মানুষের হাতে রয়েছে মোট সম্পদের মাত্র ১ শতাংশ। ২০০৮ সালে বিশ্বমন্দা শুরুর পর এ বৈষম্য বাড়তে থাকে। ফলে ধনী ক্রমে আরো ধনী হয়ে উঠছে অন্যদিকে গরিবরা হচ্ছে আরও গরীব।

 

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ