প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৬:৪৫ || পরিবর্তিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৬:৪৫
প্রজন্ম ডেস্ক:
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ভাঙ্গা এক্সেপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল করেছে মনোনয়ন স্থগিত হওয়া বিএনপি নেতা কামাল জামান মোল্লার সমর্থকরা।
শনিবার ( ৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সেপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল শুরু করে তার সমর্থকেরা।
মশাল মিছিলে অংশ নেওয়া তার সমার্থকেরা জানান, কামাল জামান মোল্লা মাদারীরপুর- ১ আসনের জনতার নেতা। সেই নেতাকে নমিনেশন দিয়ে নমিনেশন স্থগিত করা হয়েছে। এক সপ্তাহ পরে আবার এক লোকে নমিনেশন দিয়েছে যাকে শিবচরের মানুষ চিনে না। তার ভোট নেই। আজ হাজার হাজার জনগণ রাজপথে নেমেছে তাদের একটাই দাবি তারা কামাল জামান মোল্লার নমিনেশন ফেরত চায়।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কামাল জামান মোল্লাকে নমিনেশন ফিরিয়ে না দিলে। এই আন্দোলন চলমান থাকবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতাদেশ পাওয়া কামাল জামান মোল্লার পরিবর্তে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরেীকে মনোনয়ন দেওয়া হয়।
প্রজন্ম নিউস২৪
বিটিআরসির সামনের সড়ক অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের
ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা করছে একটি গোষ্ঠী : মির্জা ফখরুল
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গা এক্সেপ্রেসওয়ে অবরোধ
খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ
নবীনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়
জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী
শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমদ