প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ০৮:৫৪:৪৮
প্রজন্ম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে প্রায় ৭০ শতাংশ (৬৯.৮৩ শতাংশ) শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। ভোট দিতে পেরে বহু শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এই নির্বাচনকে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতীক হিসেবে দেখছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। এই হিসেবে ভোটগ্রহণের হার ৬৯ দশমিক ৮৩ শতাংশ। সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে সৈয়দ আমের আলী হলে, যেখানে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এর পরেই রয়েছে শাহ মখদুম হলে ৭৭ দশমিক ৭১ শতাংশ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭ দশমিক ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন। আর সর্বনিম্ন ভোট পড়েছে রোকেয়া হলে, মাত্র ৫৯ দশমিক ৬০ শতাংশ। রহামাতুন্নেছা হলে ভোট পড়েছে ৬০ দশমিক ৭০ শতাংশ, আর বেগম খালেদা জিয়া হলে ৬১ দশমিক ৪৯ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। তবে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন পক্ষ থেকে বিচ্ছিন্ন কিছু অভিযোগও উঠেছে। এবারের নির্বাচন নয়টি ভবনের ১৭টি ভোটকেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চারটার পর আর কাউকে কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রগুলোর ফটকে তালা দিয়ে দেওয়া হয়। তবে কেন্দ্রের ভেতরে যাঁরা লাইনে ছিলেন, তাঁদেরকে চারটার পরও ভোট দিতে দেখা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভোট প্রদানের হারও (৬৯.৮৩) অত্যন্ত সন্তোষজনক।
প্রজন্মনিউজ২৪/এসএ
আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন : কাদের সিদ্দিকী
বিচারকের ছেলে হত্যাকারী কে এই লিমন?
‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি
ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি: বিশেষজ্ঞদের সতর্কবার্তা
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, নিহত ছাড়াল ৬৯ হাজার
খুলনায় আগে থেকেই গণসংযোগে জামায়াত, মাঠে নামল বিএনপিও
৯ হাজার তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প