প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৫৯:৩৭ || পরিবর্তিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৫৯:৩৭
প্রজন্ম ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২১ নং হলে (পূর্বের শেখ রাসেল হল) র্যাগিংয়ের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে, দুইজন শিক্ষার্থীকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ছাত্রশিবিরের কর্মী হিসেবে। তবে খোঁজ নিয়ে জানা গেছে তারা কেউই শিবিরের নন।
দাবিকৃত দুইজন শিক্ষার্থী হলেন, তানভীর রহমান মুন ও আব্দুল্লাহ আল সাঈদ।
সোমবার বিকেলে অভিযুক্তদের বহিষ্কারের পরপরই ছাত্রদল নিয়ন্ত্রিত একটি অখ্যাত পেইজবুক পেইজ (জেইউ মিডিয়া সেল) থেকে সর্বপ্রথম একটি পোস্টের মাধ্যমে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে দাবি করা হয় ।
পোস্টটিতে তাদের ছবি চিহ্নিত করা হয় এবং আব্দুল্লাহ আল সাঈদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করা হয়। তবে সেগুলোতে শিবিরের কোনো কর্মসূচির ছবি ছিল না।
একজনের পোস্টে ছিল ডাকসু ভিপি সাদিক কায়েমের একটি ইসলামিক গান সম্পর্কিত পোস্ট শেয়ার করা আর আরেকজনের ছিল ইফতার মাহফিলে অংশগ্রহণের ছবি ও জাকসু ভিপি প্রার্থী আরিফ উল্লাহর করা নির্বাচনকালীন স্ট্যাটাস শেয়ার করা। শেয়ার করা পোস্টের ক্যাপশনে উল্লেখ ছিলো-"আরিফুল্লাহ আদিব ভাই জিতলেই ডাকসু ও জাকসুর দুই ভিপিই চাটগাইয়া হবে"।
পরবর্তীতে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা পোস্টটি শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। তবে পোস্টে শুধু শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট ছাড়া আর অন্য কোনো প্রমাণ ছিল না ।
বহিষ্কৃত অন্যান্য শিক্ষার্থীরা হলেন, আব্দুল্লাহ আল ফাহাদ, আবু তালহা রনি, রাজিব শেখ, এস এম মাহামুদুন্নবী, আবু সাঈদ, জান্নাতুল আদন, আহমেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মাহমুদুল হাসান ফুয়াদ, আল হাসিব, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল হাসান নিবিড়, জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হলের আবাসিক শিক্ষার্থী এবং একই বিভাগের ছাত্র।
প্রজন্মনিউজ২৪
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
অবশেষে দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়
চকলেট খেতে বাধা দেয়ায় ক্ষেপলেন সাবেকমন্ত্রী কামরুল
কেন্দ্রীয় চুক্তি সই করেননি রিজওয়ান, জুড়ে দিলেন শর্ত
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার
সুষ্ঠ নির্বাচন করতে ইসিকে ১৮ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত