প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৫৯:৩৭ || পরিবর্তিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৫৯:৩৭
প্রজন্ম ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২১ নং হলে (পূর্বের শেখ রাসেল হল) র্যাগিংয়ের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে, দুইজন শিক্ষার্থীকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ছাত্রশিবিরের কর্মী হিসেবে। তবে খোঁজ নিয়ে জানা গেছে তারা কেউই শিবিরের নন।
দাবিকৃত দুইজন শিক্ষার্থী হলেন, তানভীর রহমান মুন ও আব্দুল্লাহ আল সাঈদ।
সোমবার বিকেলে অভিযুক্তদের বহিষ্কারের পরপরই ছাত্রদল নিয়ন্ত্রিত একটি অখ্যাত পেইজবুক পেইজ (জেইউ মিডিয়া সেল) থেকে সর্বপ্রথম একটি পোস্টের মাধ্যমে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে দাবি করা হয় ।
পোস্টটিতে তাদের ছবি চিহ্নিত করা হয় এবং আব্দুল্লাহ আল সাঈদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করা হয়। তবে সেগুলোতে শিবিরের কোনো কর্মসূচির ছবি ছিল না।
একজনের পোস্টে ছিল ডাকসু ভিপি সাদিক কায়েমের একটি ইসলামিক গান সম্পর্কিত পোস্ট শেয়ার করা আর আরেকজনের ছিল ইফতার মাহফিলে অংশগ্রহণের ছবি ও জাকসু ভিপি প্রার্থী আরিফ উল্লাহর করা নির্বাচনকালীন স্ট্যাটাস শেয়ার করা। শেয়ার করা পোস্টের ক্যাপশনে উল্লেখ ছিলো-"আরিফুল্লাহ আদিব ভাই জিতলেই ডাকসু ও জাকসুর দুই ভিপিই চাটগাইয়া হবে"।
পরবর্তীতে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা পোস্টটি শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। তবে পোস্টে শুধু শেয়ারকৃত কয়েকটি পোস্টের স্ক্রিনশট ছাড়া আর অন্য কোনো প্রমাণ ছিল না ।
বহিষ্কৃত অন্যান্য শিক্ষার্থীরা হলেন, আব্দুল্লাহ আল ফাহাদ, আবু তালহা রনি, রাজিব শেখ, এস এম মাহামুদুন্নবী, আবু সাঈদ, জান্নাতুল আদন, আহমেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মাহমুদুল হাসান ফুয়াদ, আল হাসিব, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল হাসান নিবিড়, জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হলের আবাসিক শিক্ষার্থী এবং একই বিভাগের ছাত্র।
প্রজন্মনিউজ২৪
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার