আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী আব্দুল হামিদের মৃত্যু

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫ ১২:৩৬:৫০

আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী আব্দুল হামিদের মৃত্যু

প্রজন্ম ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় আব্দুল হামিদ(৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী গত ২১ এপ্রিল তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন। কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

হামিদের পরিবার দাবি করেছে, তিনি ২২ সেপ্টেম্বর মারা যান, তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে দুবাইয়ের আবুধাবি দূতাবাস থেকে কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে বলে কোহিনুর আক্তার জানান। 

তিনি আরও জানান, কারাগারে থাকা অন্য বন্দিরাই প্রথমে আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল হামিদের পরিবার দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, তারা ইতোমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 

আন্দোলনে অংশ নেওয়া আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি এখনো আমিরাতের কারাগারে বন্দি রয়েছেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপ ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

সুষ্ঠ নির্বাচন করতে ইসিকে ১৮ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকির মৃত্যু 

দগ্ধ শিক্ষার্থী নাভিদ ৯৯ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন

কোনো রাজনৈতিক দল নয় আমার সমস্যা ভারতীয় আগ্রাসন

'শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের শাস্তি না হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে'

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ