প্রবাসে বিএনপির ওসমান ফারুক, মাঠে সরব জামায়াতের জেহাদ খান

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫ ০৪:০২:৩০ || পরিবর্তিত: ০৪ অক্টোবর, ২০২৫ ০৪:০২:৩০

প্রবাসে বিএনপির ওসমান ফারুক, মাঠে সরব জামায়াতের জেহাদ খান

প্রজন্ম ডেস্ক :      

বিএনপির ড. এম ওসমান ফারুক, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, জাহাঙ্গীর আলম মোল্লা ও জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান ।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে ঘিরে এখনও অনিশ্চয়তা কাটেনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর দেশে ফিরে কিছুটা সক্রিয় হলেও বর্তমানে তিনি ফের দেশের বাইরে আছেন। তবে তার অনুসারীরা এলাকায় সক্রিয় রয়েছেন।
বিএনপি থেকে এ আসনে আরও মনোনয়নপ্রত্যাশী রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জজকোর্টের জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা এবং যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। তবে দলীয় সূত্র বলছে, যদি ড. ওসমান ফারুক মনোনয়ন চান অন্যরা স্বেচ্ছায় সরে দাঁড়াবেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী এরইমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খানকে মাঠে নামিয়েছে জামায়াত। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আলোচনায় এসেছেন। পক্ষে সরব জামায়াতের নেতাকর্মীরা।

এলাকার বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন না চাইলে বা না পেলে মাঠে সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন জামায়াতের ডা. জেহাদ খান। 

প্রজন্ম নিউজ ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ