ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানো ঘিরে রহস্য যা জানালো জালাল প্রেস

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩৫:৫১

ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানো ঘিরে রহস্য যা জানালো জালাল প্রেস

প্রজন্ম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।

নিউজ ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়, নীলক্ষেতের জালাল প্রেসে মোট ৯৬ হাজার ব্যালট ছাপানো হয়েছে এবং পরে মক্কা কাটিং হাউসে কাটা হয়েছে ৮৮ হাজার ব্যালট। এতে কোথায় গেল বাকি ৮ হাজার ব্যালট—এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

তবে এ অভিযোগ নাকচ করেছেন জালাল প্রেসের মালিক জালাল। তিনি দাবি করেন, ৯৬ হাজার নয়, সর্বোচ্চ ৮৬-৮৮ হাজার ব্যালট ছাপানো হয়েছে।

জালালের ভাষ্য,“আমাকে যত কাগজ দেওয়া হয়েছিল, তার চেয়ে বেশি ব্যালট ছাপানো সম্ভব নয়। কিছু ওয়েস্টেজ থাকে, তাই সংখ্যাটা কখনোই ৮৮ হাজারের বেশি হয়নি।”

তিনি আরও জানান, প্রেসে আলাদা করে ব্যালট গোনা হয় না, বরং রিম হিসেবে কাগজের হিসাব রাখা হয়। প্রতিরিম কাগজ থেকে প্রায় ৪ হাজার ব্যালট ছাপা সম্ভব, যদি কোনো কাগজ নষ্ট না হয়। সাংবাদিকের জেরায় ৯৬ হাজার স্বীকার করার বিষয়ে জালাল বলেন,

“ওই সময় কাজের চাপ ছিল। রিপোর্টার হিসাব বলেছিলেন, আমি না ভেবেই হ্যাঁ বলেছিলাম।”

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, ব্যালট ছাপানোর কাগজ প্রথমে পৌঁছায় মক্কা কাটিং হাউসে, জালাল প্রেসে নয়। বাদশা নামের এক ব্যবসায়ীর কাছ থেকে সাপ্লায়ার ফেরদৌস ওয়াহিদ ২২ রিম কাগজ সরবরাহ করেছিলেন। প্রতিরিমে থাকে ৫০০ কাগজ। সেই কাগজ পরে ভাগ হয়ে যায় জালাল প্রেসে, যেখানে ছাপার পর আবার ফেরত আসে মক্কা কাটিং হাউসে। সেখানে প্রতিটি কাগজ দুই ভাগে কেটে চূড়ান্ত ব্যালটে রূপান্তরিত হয়।

মক্কা কাটিং হাউসের মালিক আলিফ জানান, এই ২২ রিম কাগজ থেকেই প্রায় ৮৮ হাজার ব্যালট তৈরি হয়েছিল। তবে কাটিং কিংবা ছাপার সময় কিছু ব্যালট নষ্ট হওয়া স্বাভাবিক বিষয়। তার ভাষ্য,

“মেশিনের ত্রুটি, কালি ছড়ানো, কাটিংয়ের সময় ছিঁড়ে যাওয়া—এসব কারণে ব্যালট নষ্ট হয়। তাই চূড়ান্ত সংখ্যা গুনে বলতে পারেন কেবল সাপ্লায়ার।”

আলিফ আরও বলেন, জালাল প্রেসের মালিকের মুখে ৯৬ হাজার ব্যালটের কথা আসা আসলে ‘হঠাৎ প্রশ্নে বলে ফেলা’, যা বাস্তবতার সঙ্গে মেলে না।

প্রজন্মনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত খবর

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ