প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০০:১৩
ফেনীর সোনাগাজীতে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে জুলাইযোদ্ধা দাবি করা ছাত্রদল নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুই শতাধিক লোক নিয়ে মিছিলটি সোনাগাজী পৌর-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে শেষ হয়।
জুলাই যোদ্ধা দাবি করে মো: এনায়েত উল্লাহ তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে আমি ফেনীর রাজপথে পুলিশ ও আওয়ামী ক্যাডার বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলাম, ৪ আগস্ট ফেনীর মহিপালে আমার ওপর বর্বোরচিত হামলা চালানো হয়, আমার শরীরের ১৭জায়গায় গুলি ও স্পিন্টারের আঘাত লাগে। আমি গুরুতর জখম হই, এবং দীর্ঘদিন চিকিৎসা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন আমাকেসহ জুলাই যোদ্ধাদের অবমাননা করে বক্তব্য দেয়, অথচ আনোয়ার পাটোয়ারী জুলাই আন্দোলনের আগে পরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনের সাথে আঁতাত করেছিল।
এসময় বক্তব্য দেন জুলাই যোদ্ধা দাবী করা মো: এনায়েত উল্লাহ, সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি আরিফ মিয়াজি, সোনাগাজী পৌরসভা ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহ সাহিন, সোনাগাজী কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সারওয়ার হোসেন আবিদ, পৌরসভা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সজিবসহ শতাধিক নেতাকর্মী ও বেশ কয়েকজন জুলাইযোদ্ধা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না, জেনে জানাবো এবং মন্তব্য করবো।’
প্রজন্মনিউজ২৪
২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?
বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ
গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল