প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫১:৪৯
শেখ হাসিনার বিজয় মিছিলসহ ছাত্রলীগের একাধিক কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ডাকসুতে বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব ছবি ছড়িয়ে পড়ার নেটিজেনদের সমালোচনা করতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে দেখা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার বিজয় সমাবেশে অংশ নিয়েছেন তানভীর আল হাদী মায়েদ। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বিজয় চিহ্ন দেখিয়ে এ ছবি তুলেন তিনি।
অন্যান্য ছবিগুলো ২০১৯ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যকার। এ ছবিগুলো ছাত্রলীগের নেতাকর্মীরা তানভীর আল হাদী মায়েদকে ট্যাগ করে সে সময় পোস্ট করেছিল। এসব ছবিতে দেখা যায়, ছাত্রদলের এ এজিএস প্রার্থী ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিগুলোতে অংশ নিত।
এর মধ্যে একটি ছবি ডাকসু ভবনের সামনে তোলা, বিজয় একাত্তর হলের গেটের সামনে তোলা এক ছবির ক্যাপশনে লেখা হয় “বিজয় একাত্তর হল ছাত্রলীগ পরিবার”, মধুর ক্যান্টিনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় তোলা এক ছবির ক্যাপশনে লেখা হয় “নিয়মিত কর্মসূচিতে মধুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগ”।
প্রজন্মনিউজ/২৪জেএ
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি
চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা
জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
হ্যাঁ’ এবং ‘না’ পোস্টে কেন ফেসবুকে তোলপাড়...
গ্লোবাল চেঞ্জমেকার ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশের রনি
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার